ইস্টবেঙ্গল

সমর্থকদের জন্য শপথ দিমির

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সোমবার ডুরান্ড কাপে নিজেদের প্রথম ম্যাচে পিছিয়ে পড়েও জয়ের রাস্তায় ফিরতে অসুবিধা হয়নি ইস্টবেঙ্গলের। প্রতিপক্ষ ইন্ডিয়ান এয়ারফোর্সকে ৩-১ গোলে হারিয়ে দারুণভাবে ডুরান্ড অভিযান শুরু করেছে, গতবারের রানার্স আপরা। পিছিয়ে পড়েও দল দারুণ কামব্যাক করায় স্বাভাবিকভাবে খুবই খুশি হেড কোচ কার্লেস কুয়াদ্রাত।‌

দলের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমেই ইস্টবেঙ্গল সমর্থকদের মাতিয়ে দিয়েছেন দিমিত্রিয়স দিমানতাকোস এবং মাদিহ তালাল। দুজনের দারুন প্রশংসা করে কুয়াদ্রাত বলেন, “দিমি-তালাল দুজনেই ভালো খেলেছে। দিমি এক সপ্তাহ প্রাকটিস করে খেলতে নেমেছিল। কিন্তু ও প্রমাণ করে দিয়েছে কেন ও আইএসএলের টপ স্কোরার ছিল।” যদিও প্রথম ম্যাচেই রেফারিদের দিকে আঙুল তুলেছেন কুয়াদ্রাত। তিনি বলেন,”তালাল সৃজনশীল মিডিও। সারা ম্যাচে অনবদ্য খেলেছে। ওকে আটকাতে বারংবার ফাউল করা হয়েছে। রেফারির উচিত এই ধরনের ফুটবলারদের রক্ষা করা।”

অন্যদিকে গোল করে খুবই খুশি দিমানতাকোস। ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় তিনি বলেন, “গোল করে খুব ভালো লাগছে। তবে দলের জয়টা বেশি গুরুত্বপূর্ন। তালাল দুরন্ত ফুটবলার। আমাদের মধ্যে ভালো বোঝাপড়া হচ্ছে।” সবশেষে সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “সমর্থকদের আমাদের পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ। আমরা এভাবেই সব ম্যাচে জিততে চাই এবং সমর্থকদের জন্য নিজেদের সবটা উজাড় করে দিতে চাই।”

ম্যাচের সেরা মাদিহ তালাল ডুরান্ড মিডিয়াকে বলেন,”শেষ ১ মাস ধরে আমি সকলের সঙ্গে পরিশ্রম করছি। দলের সবাই আমাকে সাহায্য করছে মাঠে ভাল পারফর্ম করার জন্য। সামনে আরও কঠিন ম্যাচ আছে, তাছাড়া এএফসির ম্যাচ ও ডার্বি আছে। নিজেদের সেরাটা দিতে হবে।”

অন্যদিকে ইতিমধ্যেই কলকাতায় আসার জন্য ভিসার আবেদন করেছেন ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি হেক্টর ইউস্তে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version