ইস্টবেঙ্গল
ভালোবাসায় আপ্লুত আনোয়ার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ১৩ অগাস্ট দিনটি প্রতি বছর ইস্টবেঙ্গলের ক্রীড়া দিবস হিসাবে পালিত হয়। আধুনিক ইস্টবেঙ্গলের রূপকার দীপক (পল্টু) দাসের ৮৫তম জন্মদিনে এবারেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে পালিত হল এই দিনটি। উপস্থিত থাকলেন লিয়েন্ডার পেজ, ঝুলন গোস্বামী, স্নেহাশিস গাঙ্গুলী, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মত ব্যক্তিত্বরা৷ তবে আজকের মূল আকর্ষণ ছিলেন আনোয়ার আলি। অনুষ্ঠানের একেবারে শেষ লগ্নে মঞ্চ মাতালেন আনোয়ার। যাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল অগণিত লাল-হলুদ জনতা। আনোয়ার মঞ্চে উঠতেই আনন্দে আত্মহারা ইস্টবেঙ্গল জনতা। সমর্থকদের গর্জনই বলে দিচ্ছিল এটা মাঠের বাইরে ডার্বি জেতার আনন্দ। কারণ চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের ঘর ভেঙে দেশের সেরা সেন্টার ব্যাককে ছিনিয়ে নিয়েছে লাল-হলুদ ব্রিগেড।
প্রাক্তন ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের উপস্থিতিতে আনোয়ার আলির হাতে লাল-হলুদ জার্সি তুলে দিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস। লাল-হলুদ জার্সি পড়েই জোর গলায় সমর্থকদের উদ্দেশ্যে বললেন “জয় ইস্টবেঙ্গল”। লাল-হ্লুদ জনতার জনগর্জনে তখন উত্তাল ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র। এদিন আনোয়ার বললেন “এই কয়েকদিনে ইস্টবেঙ্গল সমর্থকেরা আমাকে যেভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে, তাতে আমি আপ্লুত। এর আগে কোনও ভারতীয় ফুটবলারকে নিয়ে এরকম আবেগের বহিঃপ্রকাশ আমি দেখিনি। ইস্টবেঙ্গল সমর্থকদের খুশি করার চেষ্টা করব।” এর আগে তিনি মোহনবাগানে খেলেছেন। কলকাতা ফুটবল তাঁর কাছে অতিপরিচিত। তবুও লাল-হলুদ জনতার আবেগকে আলাদা সম্মান দিলেন আনোয়ার। সামনেই বড় ম্যাচ, সেই প্রসঙ্গে ভারতীয় সেন্টার ব্যাক বললেন “ডার্বি জিতে বাকি কথা হবে।”