আন্তর্জাতিক ফুটবল
জয়ে ফিরল বেলজিয়াম
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – শনিবার রাতে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়ে ইউরো কাপের শেষ ষোলোয় যাওয়ার আশা বাঁচিয়ে রাখল বেলজিয়াম। প্রথম ম্যাচে স্লোভাকিয়ার কাছে অপ্রত্যাশিত হারের পর দুরন্ত প্রত্যাবর্তন লুকাকুদের। বেলজিয়ামের জয়ে জমে গেল গ্রুপ ই-এর লড়াই। একাধিক সুযোগ নষ্ট করেও জিতল বেলজিয়াম। এদিন ম্যাচ শুরুর দু’মিনিটের মধ্যেই টিলেম্যান্সের গোলে এগিয়ে যায় বেলজিয়াম। লুকাকুর পাশ থেকে বল জালে জড়াতে ভুল করেননি তিনি। এদিন মাত্র ৭৩ সেকেন্ডে গোল করে নজির গড়লেন টিলেম্যান্স। কোনও মেজর আন্তর্জাতিক টুর্নামেন্টের ইতিহাসে বেলজিয়ামের জার্সিতে সবচেয়ে দ্রুততম গোলের নজির গড়লেন তিনি। এরপরেই শুরু হয় সুযোগ নষ্টের বন্যা। ভাগ্য সঙ্গ দিচ্ছে না রোমেলু লুকাকুর। চলতি ইউরো কাপে এখনও স্কোরশিটে নাম তুলতে পারেননি তিনি। দুই ম্যাচ মিলিয়ে ইতিমধ্যেই তিনটি গোল বাতিল হয়েছে তাঁর। এদিনও তাঁর একটি গোল ‘ভার’এর সাহায্য নিয়ে বাতিল করেন রেফারি। তাছাড়াও বেশ কয়েকবার গোলের কাছাকাছি গিয়েও বল জালে জড়াতে পারেননি লুকাকু।
স্লোভাকিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ হারায় চাপে ছিল বেলজিয়াম। এদিন হারলেই বিদায়। তাই এদিন শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠেন ডি-ব্রুইন, লুকাকুরা। মূলত বাম প্রান্ত ধরেই আক্রমণ তুলে আনছিল বেলজিয়াম। একাধিক পাশ বাড়ালেও, নিশানায় বল রাখতে পারেননি ডোকু, লুকাকুরা। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থেকেই সাজঘরে যায় রোমানিয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই তারা সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল। দ্বিতীয়ার্ধেও আধিপত্য বজায় রাখে বেলজিয়াম। তবে একাধিক সুযোগ নষ্ট করে ডি-ব্রুইনরা। বিক্ষিপ্ত আক্রমণে গোলের কাছাকাছি পৌঁছে গিয়েও কাজের কাজটা করে উঠতে পারেনি রোমানিয়া। শেষ পর্যন্ত ৭৯ মিনিটে কেভিন ডি-ব্রুইনের গোলে জয় নিশ্চিত করে বেলজিয়াম। এই জয়ের ফলে দুই ম্যাচে তিন পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে বেলজিয়াম। বাকি তিনটি দলের পয়েন্ট সংখ্যাও তিন। শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে নাটকীয় শেষ রাউন্ডের মঞ্চ প্রস্তুত।
বেলজিয়াম – ২ (টিলেম্যান্স, ডি ব্রুইন)
রোমানিয়া – ০