Connect with us

ফুটবল

ঘুঁটি সাজাচ্ছেন মোলিনা!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – গত মরশুম শেষ হওয়ার পর থেকেই, মোহনবাগান সমর্থকদের মনে একটাই প্রশ্ন কাজ করছিল। পরের মরশুমেও কি দলের দায়িত্বে আন্তোনিও লোপেজ হাবাসই থাকছেন, না অন্য কাউকে নতুন কোচ করে আনবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট। আর এই প্রশ্ন থাকার সঙ্গত কারণও ছিল। আইএসএলের শেষ পর্বে শারীরিক অসুস্থতার কারণে বেশ কয়েকটি ম্যাচের দিন রিজার্ভ বেঞ্চে থাকতে পারেননি হাবাস। দায়িত্ব সামলেছিলেন, তাঁর সহকারী ম্যানুয়েল। তবে শেষ পর্যন্ত সব জল্পনা শেষ করে, গত সপ্তাহেই মোহনবাগানের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে দলের নতুন হেড কোচ হচ্ছেন জোসে মোলিনা।

এবারে যথারীতি কোচ ঠিক হতেই, সমর্থকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন কোন কোন ফুটবলার দলে নিতে চলেছে সবুজ-মেরুন ব্রিগেড। ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার তারকা ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন প্রায় পাকা মোহনবাগানে। তবে যেখানে চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ইতিমধ্যেই তাঁদের নতুন সই করা ফুটবলারদের নাম জানানো শুরু করে দিয়েছে, সেখানে মোহনবাগান একেবারেই চুপ। তাই সমর্থকদের মধ্যে অস্থিরতাও বাড়ছে।

তবে সূত্র মারফত জানা যাচ্ছে স্পেন থেকেই কোন কোন ফুটবলার সই করবেন, সেই ব্যপারটি দেখছেন মোলিনা এবং তিনি বেশ কয়েকজন ফুটবলারকে চিহ্নিতও করছেন। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা তাঁকেই সমস্ত দায়িত্ব দিয়েছেন। শুধু তাই নয় দলের নতুন সাপোর্ট স্টাফ কারা হবেন সেটাও ঠিক করবেন বাগানের নতুন হেড কোচ। এখন দেখার সবকিছু ঠিক করে কবে নতুন ফুটবলারদের নাম ঘোষণা করা শুরু করে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।

ফুটবল

U-17 ASIAN CUP QUALIFIERS: ১৩ গোলের মালা পরিয়ে যাত্রা শুরু ভারতের

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচে, ব্রুনেই দারুসালামকে ১৩-০ গোলে হারিয়ে অভিযান শুরু করল ভারতের অনূর্ধ্ব-১৭ দল। এদিন গোল তালিকায় নাম তুললেন ভারতের ১১ জন ফুটবলার। হ্যাটট্রিক করলেন বিশাল যাদব।

ম্যাচের একদম শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে, ব্রুনেই দলকে বিধ্বস্ত করে তুলেছিল ভারতের ছোটরা। যার ফলে, খেলা শুরুর ৮ মিনিটেই প্রথম গোল পান বিশাল যাদব। ২৪ মিনিটে পেনাল্টি আদায় করে, সেই পেনাল্টি থেকে গোল করেন মহম্মদ আরবাস। আবারও ম্যাচের ২৯ মিনিটে, নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করেন বিশাল। ম্যাচের ৩৮ মিনিটে, আরবাসের বাড়ানো বল থেকে দলের চতুর্থ গোলটি করেন ভারত লাইরেনজাম। ৪২ মিনিটে মহম্মদ কাইফ গোল করে, প্রথমার্ধের শেষেই ৫-০ গোলে এগিয়ে থাকে ভারত।

দ্বিতীয়ার্ধ শুরুর ছয় মিনিট পর, ম্যাচের ৫২ মিনিটে নিজের হ্যাটট্রিক পূরণ করেন বিশাল। তারপর ভারতের কোচ ইশফাক আহমেদ দলে কিছু পরিবর্তন করেন। ম্যাচের ৬৫ মিনিটে, প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে গোল তুলে আনেন গমগৌহু মাতে। অপরদিকে পরিবর্ত ফুটবলার হয়ে আসা মনভাকুপার মলাঞ্জিয়াং, ম্যাচের ৭৪ মিনিটে একটি গোল করেন। তারপর, পরপর গোল করে ভারত। ৮২ মিনিটে একটি লুজ বল থেকে গোল করে যান হেমনেইচুং লুঙ্কিম। তারপর ৮৪ মিনিটে দশম গোলটি করেন আজলান শাহ। অপরদিকে ৮৬ মিনিটে মহম্মদ শামি এবং ৮৮ মিনিটে সুমিত শর্মা গোল করে এক ডজন গোলের মালা পড়ায় ব্রুনেই দারুসালাম দলকে। অবশেষে সংযোজিত সময়ে, বক্সের বাইরে থেকে জোড়ালো শটে ম্যাচের ১৩তম গোলটি করেন ঊষাম সিংহ থঙ্গাম্বা। যার ফলে ১৩-০ গোলে ব্রুনেই দারুসালামকে হারায় ভারতের অনূর্ধ্ব-১৭ দলের ছেলেরা। ভারতের পরবর্তী খেলা আগামী শুক্রবার তুর্কিমিনিস্তানের অনূর্ধ্ব-১৭ দলের বিরুদ্ধে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: হারের মুখ থেকে জয় ছিনিয়ে আনলেন ভিনিরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ। প্রথমার্ধে ০-২ গোলে ব্যবধানে পিছিয়ে পড়েও, দারুন কাম ব্যাক করে ৫-২ গোলের ব্যবধানে বুরুশিয়া ডর্টমুন্ডের বিরুদ্ধে জয় তুলে নিল রিয়াল। হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র।

মাদ্রিদের সান্তিয়াগো বের্নাবাউ স্টেডিয়ামে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ এবং বুরুশিয়া ডর্টমুন্ড। ম্যাচের ৩০ মিনিটে, ড্যানিয়েল মালেনের গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। এরপর ৩৪ মিনিটে সেই ড্যানিয়েল মালেনের বাড়ানো বল থেকেই দলের দ্বিতীয় গোলটি করেন গিটেনস। ফলে প্রথমার্ধে, ২-০ গোলে এগিয়ে থেকেই সাজঘরে ফেরে ডর্টমুন্ড।

প্রথমার্ধের খেলা দেখে মনে হচ্ছিল, এদিন রিয়াল মাদ্রিদের হার নিশ্চিত। তবে দ্বিতীয়ার্ধে সম্পূর্ণ খেলা ঘুরিয়ে দেন আন্সেলোত্তির ছেলেরা। ম্যাচের ৬০ মিনিটের মাথায়, রিয়ালের প্রথম গোলটি করেন তাদের রক্ষণের ফুটবলার আন্তোনিও রুডিগার। তার মাত্র ২ মিনিট বাদেই ভিনিসিয়াস গোল করে তার দলকে সমতায় ফেরান। তারপর ম্যাচের ৮৩ মিনিটে ভাজকুয়েজের করা গোলে, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় রিয়াল। আন্সেলোত্তির ছেলেদের দুরন্ত ফুটবলের কারণে আর ম্যাচে ফিরতে পারেনি ডর্টমুন্ড। অপরদিকে ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি পেয়ে যান ভিনি। ৯৩ মিনিটে আরেকটি গোল করে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন তিনি। অবশেষে ৫-২ ব্যবধানে ম্যাচ জিতে, পুরো ৩ পয়েন্ট অর্জন করে রিয়াল মাদ্রিদ।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: ম্যাচ হেরেও আশাবাদী কোচ অস্কার ব্রুজো

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আইএসএলে টানা ছয় ম্যাচে হেরে ইতিমধ্যেই প্রশ্নের মুখে গোটা ইস্টবেঙ্গল দল। তার উপর প্রচুর গোলের সুযোগ তৈরি করেও বারবার তা নষ্ট করছে দলের ফুটবলাররা। মঙ্গলবার, ওড়িশা এফসির বিরুদ্ধে হারের পর, নিজের লক্ষ্য জানিয়ে গেলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো।

মঙ্গলবার ২২ মিনিটের মাথায় রয় কৃষ্ণা গোল করে প্রথমে দলকে এগিয়ে দেন। অপরদিকে প্রথমার্ধের সংযোজিত সময়ে, পেনাল্টি থেকে গোল করে, লাল-হলুদকে সমতায় ফেরান তাদের গ্রিক ফরোয়ার্ড দিমিত্রিয়স দিমানতাকস। কিন্তু ৬৯ মিনিটের মাথায়, ফ্রিকিক থেকে আহমেদ জাহুর ভাসানো বল থেকে হেড করে যান ওড়িশার দীর্ঘদেহী ডিফেন্ডার মুর্তাদা ফল। ফলে ওড়িশা এফসি তাদের ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে ২-১ গোলে পরাস্ত করে। এই ম্যাচে হারের পর ইস্টবেঙ্গল কোচ অস্কার বলেন, “আমরা আজ যথেষ্ট ভাল ফুটবল খেলেছি। বেশি সুযোগ তৈরি করে, ওড়িশা এফসিকে আমরা প্রচুর সমস্যায় ফেলেছি। একটা সময়ে ওরা অপেক্ষা করছিল যে কখন আমরা একটা ভুল করব আর সেখান থেকে ওরা পাল্টা আক্রমণ শুরু করবে। তবে দুর্ভাগ্যবশত, একটি পাল্টা আক্রমণেই গোল করে যান রয় কৃষ্ণা। তবে এই জায়গাটা মেরামতির কাজ আমরা শুরু করে দিয়েছি ইতিমধ্যেই”।

গোলের একঝাঁক সুযোগ পেয়েও, সেই সুযোগ হাতছাড়া হয় এই ম্যাচে। সেই নিয়ে অস্কার বলেন, “আমরা অনেক সুযোগ মিস করেছি। তবে খেলা পুরোপুরি আমাদের দখলেই ছিল। কিন্তু ওরা যখন ১-০ গোলে এগিয়ে যায়, তখন আমাদের কাছে কাজটা আরও কঠিন হয়ে পড়ে। খেলার গতি কমিয়ে, পাল্টা আক্রমণ তুলে আনছিল ওড়িশা ফুটবলাররা। এটাই ওদের স্ট্র্যাটেজি ছিল”। সামনেই ইস্টবেঙ্গলের এএফসি চ্যালেঞ্জ কাপ এবং নভেম্বরে আন্তর্জাতিক বিরতিও রয়েছে। এই বিরতিকে কাজে লাগিয়ে, আইএসএল লড়াইয়ে ফিরে আসতে চান ব্রুজো। তাদের পরবর্তী ম্যাচ ৯ নভেম্বর মহমেডান স্পোর্টিঙের বিরুদ্ধে। সেই প্রসঙ্গে তিনি বলেছেন, “আমি বিরতি পর্যন্ত অপেক্ষা করতে চাইছি না। আমাদের যত তাড়াতাড়ি সম্ভব ফলাফলের প্রয়োজন। তবে নতুন কোচের নতুন ধারণাগুলোকে ফুটবলারদের মানিয়ে নেওয়ার জন্য এই বিরতির প্রয়োজন। তবে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে, ছয়টি ম্যাচ খেলে আমাদের পয়েন্ট এখনও শূন্য। আমাদের হাতে রয়েছে এখনও ১৮টি ম্যাচ। তার মধ্যে সেরা ছয়ে শেষ করতে হলে দশটি ম্যাচে আমাদের জিততে হবে। আমরা এসব কিছুই হিসেবে রাখছি”।

অপরদিকে টানা ছয় ম্যাচে হেরে মনমরা সমর্থকেরা। তাদের উদ্দেশ্যে কোচ বলেন, “আমরা খুব শিগগিরই ফিরে আসব, আমাদের দলের উপর বিশ্বাস রাখুন। কারণ আপনারাই এই দলের সবকিছু। আসা করছি এই পরিস্থিতি বদলানোর জন্য আমরা আরও ভালো কিছু করবই। তাই আপনারা দলের সাথে থাকুন”।

Continue Reading

Trending