Connect with us

ফুটবল

ঘরে ফিরছেন প্রীতম কোটাল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ডুরান্ড কাপ ফাইনালে হারের পর বাগান জনতার মনে একটাই প্রশ্ন, মোলিনার দলের রক্ষণ সামলাবে কে? দুই তারকা নিদেশি ডিফেন্ডারকে এনেও দলের রক্ষণ ভরাট হয়নি। আনোয়ার আলি চলে যাওয়ার পর থেকেই মোহনবাগান রক্ষণের ভরাডুবি চোখে পড়েছে। দলে ভারতীয় ডিফেন্ডারের অভাব ছিলই। চলতি ডুরান্ড কাপে তিন ম্যাচে সাত গোল হজম করেছে বাগান রক্ষণ। এই অবস্থায় যে নামটা সবচেয়ে বেশি আলোচনায় উঠে আসছিল সেটা হলো প্রীতম কোটাল। মোহনবাগানের ঘরের ছেলে।

গত কয়েকদিন ধরেই তাকে নিয়ে জল্পনা চলছে। দল গঠনের সময় থেকেই প্রীতমকে দলে নেওয়ার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিল মোহনবাগান ম্যানেজমেন্ট। তাকে দলে নেওয়ার জন্য একাধিক অপশন খুঁজছিল বাগান ম্যানেজমেন্ট। যদিও সেগুলো দ্বিতীয় বা তৃতীয় পছন্দ। কারণ শুরু থেকেই মোহনবাগানের প্রথম পছন্দ ছিল প্রীতম কোটাল। অন্যদিকে, কেরালা ব্লাস্টার্সের প্রয়োজন ছিল একজন মাঝমাঠের ফুটবলার। যেখানে শোনা যায় দীপক টাংরি বা অভিষেক সূর্যবংশীকে পেতে আগ্রহী ছিল কেরালা। পরবর্তীতে কেরালার মাঝমাঠে আর ফুটবলারের প্রয়োজন নেই মনে হলে প্রীতম কোটালের ডিল টা থমকে গিয়েছিল। এই পরিস্থিতিতে প্রীতম কোটাল এর সঙ্গে কথাবার্তা কখনোই বন্ধ করেনি বাগান ম্যানেজমেন্ট।

প্রাথমিকভাবে প্রীতম কোটালকে ছাড়তে রাজি ছিল না কেরালা ব্লাস্টার্স। কিন্তু পরবর্তী কালে তার বাবার শারীরিক অসুস্থতার জন্য তিনি পরিবারের কাছাকাছি থাকতে চাইছিলেন। পাশাপাশি মোহনবাগানের প্রতি তার একটা আলাদা টান রয়েছে। প্রীতম কটাল কেরালা ব্লাস্টার্সের পরিকল্পনা তে থাকলেও, বাগান কোচ হোসে মোলিনা দলে চাইছেন প্রীতমকে। সব মিলিয়ে প্রিতমের ঘরে ফেরার রাস্তা আরও খানিকটা চওড়া হচ্ছিল। এই পরিস্থিতিতে মোহনবাগান দলে একাধিক মিডফিল্ডার থাকায় দীপক টাংরিকে ছাড়তে রাজী হয় ম্যানেজমেন্ট। কিন্তু শনিবারই ছিল ট্রান্সফার উইন্ডোর শেষ দিন। তার মধ্যে সই পর্ব সম্পূর্ণ না হওয়ায় সমস্যায় পড়ে মোহনবাগান। ফলে প্রীতমকে দল বদল করতে হলে তাকে ফ্রি প্লেয়ার হতে হত। তাই তড়িঘড়ি কেরালা ব্লাস্টার্সের সঙ্গে মিউচুয়ালি চুক্তি ভঙ্গ করেন প্রীতম।

অন্যদিকে, প্রীতমের পরিবর্তে সোয়্যাপ ডিলে মোহনবাগানকে একটা প্লেয়ার দিতে হত। তাই দীপক টাংরির সঙ্গেও মিউচুয়ালি সম্পর্ক ছিন্ন করে বাগান ম্যানেজমেন্ট। ডুরান্ড কাপের শেষ দুটি ম্যাচে মাঠে দেখা যায়নি দীপক টাংরিকে। ফলে বলাই যায় কোচ হোসে মোলিনা তার পরিকল্পনায় রাখতে চাইছেন না দীপক টাংরিকে। তাই তাকে রিলিজ দিতে খুব একটা সমস্যা হয়নি মোহনবাগানের। আর তাই সোয়্যাপ ডিলে প্রীতম কোটালকে ঘরে তুলতে চলেছে মোহনবাগান। মাঝে প্রীতম কোটাল এর বিকল্প হিসেবে বেশ কিছু নাম শোনা গেলেও, বাগান ম্যানেজমেন্ট কিন্তু প্রীতমকে দলে নেওয়ার রাস্তা থেকে সরে আসেনি। একেবারে শেষ মুহুর্তের কিছু কথাবার্তা চলছে। শেষ পর্যন্ত সোয়্যাপ ডিলের মাধ্যমেই ঘরের ছেলেকে ঘরে ফেরাতে চলেছে মোহনবাগান।

আইএসএল

ISL 2024/25: পরপর জয় তুলে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল এফসি গোয়া

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত ম্যাচে ইনফর্ম বেঙ্গালুরু এফসিকে ৩-০ গোলে উড়িয়েছে এফসি গোয়া দল। বুধবার নিজেদের ঘরের মাঠেও সেই জয়ের ধারা অব্যাহত রাখল মানালো মার্কুয়েজের ছেলেরা। শক্তিশালী পাঞ্জাব এফসিকে ২-১ গোলে হারিয়ে লীগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল গোয়া। গোয়ার হয়ে দুটি গোল করেন আর্মান্দো সাদিকু এবং  ইকার গোয়ারেট্যাকসেনা। পাঞ্জাবের হয়ে একটিমাত্র গোল করেন আসমির সুলজিচ।

ম্যাচের শুরুর থেকেই দুই দল তাদের চেনা ছন্দে ফুটবল খেলতে শুরু করে দেয়। তবে ঘরের মাঠে খেলা এফসি গোয়াকে বারংবার চাপের মুখে ফেলে দিচ্ছিল পাঞ্জাব এফসি। ম্যাচের একদম শুরুতেই ফুলগা ভিদালের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর ম্যাচের ১৩ মিনিটে নিহাল সুদীশের বাড়ান বল থেকে আসমির সুলজিচের করা গোলে ১-০ গোলে এগিয়ে যায় পাঞ্জাব এফসি। তবে তারপর ম্যাচের ২২ মিনিটে আর্মান্দো সাদিকুর গোলে সমতায় ফেরে এফসি গোয়া। এই গোলের পর আরও আক্রমণাত্মক হয়ে উঠতে শুরু করে গোয়া দল। প্রতিপক্ষের রক্ষণভাগে প্রবল চাপ বাড়াতে থাকেন তাঁরা। তবে প্রথমার্ধে ১-১ গোলেই সাজঘরে ফেরে দুই দল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমনের উপরেই জোর দিতে থাকে মানালো মার্কুয়েজের ছেলেরা। যারফলে  দ্বিতীয়ার্ধের শুরুতে প্রথম আক্রমণেই ইকার গোয়ারেট্যাকসেনার গোলে এগিয়ে যায় গোয়া। তারপর দুই দলই বেশ কয়েকবার উঠে আসতে থাকে আক্রমণে তবে গোলসংখ্যা আর বাড়েনি। ফলে ২-১ গোলে পাঞ্জাব এফসিকে হারিয়ে টানা দুই ম্যাচে জয় তুলে নিল এফসি গোয়া। এরই সঙ্গে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে মানালো মার্কুয়েজের দল। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে আগামী ২৮ নভেম্বর কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টারর্স এফসির বিরুদ্ধে।

Continue Reading

আন্তর্জাতিক ফুটবল

UCL 2024/25: জয়ের ধারা অব্যাহত বার্সেলোনার। আতলেতিকোর কাছে হার পিএসজির…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: লা লিগা হোক কিংবা চ্যাম্পিয়ন্স লিগ, সব জায়গাতেই অপ্রতিরোধ্য হয়ে উঠছে বার্সেলোনা। হান্সি ফ্লিকের আগমনে যেন নতুনভাবে নিজেদের ফিরে পেয়েছেন পেদ্রি, লামিন ইয়ামালরা। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রেড স্টার বেলগ্রেডকে ৫-২ গোলে উড়িয়ে দেয় বার্সেলোনা। জোড়া গোল করেন রবার্ট লেওয়নডস্কি। অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে ২-১ গোলে হার স্বীকার করে পিএসজি।

বুধবার রাইকো মিতিচ স্টেডিয়ামে ম্যাচের ১৩ মিনিটে, রাফিনহার ফ্রি কিক থেকে হেডে বল জালে জড়িয়ে বার্সেলোনাকে এগিয়ে দেন ইনিগো মার্তিনেজ। তারপর আক্রমণ তুলে আনতে থাকে রেড স্টার বেলগ্রেডও। ফলে ম্যাচের ২৭ মিনিটে সিলাস এমভুমপার গোলে সমতায় ফেরে তাঁরা। তারপর মুহুর্মুহু আক্রমণ তুলে আনতে শুরু করে হান্সি ফ্লিকের ছেলেরা। ফলে প্রথমার্ধের একদম শেষের দিকে ৪৩ মিনিটের মাথায় লেওয়নডস্কির গোলে এগিয়ে যায় বার্সা।

দ্বিতীয়ার্ধের শুরুতে নিজের দ্বিতীয় গোল তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় লেওয়নডস্কির। তবে সেই গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁকে। ৫৩ মিনিটেই জুলস কুন্দের বাড়ান বল জালে ঠেলে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোলটি করে যান লেওয়নডস্কি। এরই সঙ্গে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ৭০০তম গোলটিও সম্পূর্ণ হয় বার্সেলোনার। ম্যাচের ৫৫ মিনিটে সেই জুলস কুন্দের বাড়ান বল থেকে গোল করেন ব্রাজিলিয়ান তারকা রাফিনহা। ৭৬ মিনিটে ফারমিন লোপেজের করা গোলে ৫-১ গোল এগিয়ে যায় বার্সেলোনা। অবশেষে ম্যাচের ৮৪ মিনিট মিলসনের করা গোলে রেড স্টার বেলগ্রেডের ব্যবধান কমালেও ৫-২ গোলে ম্যাচ জিতে যায় বার্সেলোনা।

অপরদিকে আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে পয়েন্ট তালিকার ২৫ নম্বরে নেমে যায় পিএসজি। ম্যাচের ১৪ মিনিটে জাইর এমিরির গোলে এগিয়ে যায় পিএসজি। তবে ম্যাচের ১৮ মিনিটে নাহুয়েল মোলিনার গোলে সমতায় ফেরে আতলেতিকো মাদ্রিদ। ১-১ গোলেই ম্যাচ শেষের দিকে গেলেও ম্যাচের একদম শেষ মুহূর্তে সংযোজিত সময়ে আনহেল কোরেয়ার গোলে জয় তুলে আনতে সক্ষম হয় দিয়েগো সিমিওনের দল।

Continue Reading

আইএসএল

ISL 2024/25: পঞ্চম বিদেশি পাকা করে ফেলল হায়দ্রাবাদ

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: চলতি আইএসএল মরশুমের শুরুটা খুব একটা ভাল হয়নি হায়দ্রাবাদ এফসির। ছয়টি ম্যাচ খেলে মাত্র একটি জয় পেয়ে লিগ টেবিলের ১১ নম্বর স্থানে রয়েছে নিজামসরা। আগের ম্যাচে ঘরের মাঠে মোহনবাগানের বিরুদ্ধে ০-২ গোলে হারতে হয়েছে থাঙ্গবই সিংটোদের। তাছাড়া মরশুমের শুরুর দিকে মালিকানা বদল হয়েছে তাদের। ধীরে ধীরে দল গুছিয়ে নিচ্ছে হায়দ্রাবাদ। এবারে পঞ্চম বিদেশি হিসেবে দলে যোগ দিয়েছেন এডমিলসন করেইয়া।

অনেকদিনধরেই জল্পনা ছিল যে এডমিলসন করেইয়া হায়দ্রাবাদ এফসিতে যোগ দিতে চলেছেন। এবারে সেই জল্পনায় সিলমোহর পড়ল। ২৪ বছর বয়সী গিনি-বিসাউয়ের উইঙ্গার এডমিলসন করেইয়া যোগ দিয়েছেন হায়দ্রাবাদ দলে। মূলত উইঙ্গার হিসেবেই খেলতে পছন্দ করেন তিনি। নিজের পেশাদার ফুটবল কেরিয়ার তিনি শুরু করেন ২০১৯ সালে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব সেন্ট এতিনের হয়ে। যদিও এই ক্লাবে চার বছর কাটালেও মূল দলের হয়ে মাত্র চারটি ম্যাচেই মাঠে নামার সুযোগ পেয়েছিলেন করেইয়া। তবে তিনি মূলত খেলেছেন সেন্ট এতিনের বি দলে। সেখানে যোগ দেওয়ার পর ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত মোট ৪১টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১১টি গোল। তারপর সেখান থেকে ২০২৩-২৪ মরশুমে তিনি চলে যান কাতারের দ্বিতীয় ডিভিশনের ক্লাব আল বিদ্দায়। সেখানে গিয়ে মোট ১১টি ম্যাচে ৫টি গোল রয়েছে তাঁর নামের পাশে। এবারে সেখান থেকে ফ্রী ফুটবলার হিসেবেই ভারতের ক্লাব হায়দ্রাবাদ এফসিতে যোগ দিলেন এই তরুণ উইঙ্গার।

হায়দ্রাবাদ তাদের পরবর্তী ম্যাচ খেলতে নামবে ৭ই নভেম্বর কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে, কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে। সবকিছু ঠিকঠাক থাকলে হয়ত সেই ম্যাচেই নিজামসদের হয়ে আইএসএলে প্রথম অভিষেক হতে চলেছে এডমিলসন করেইয়ার।

Continue Reading

Trending