ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলের মিশন ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: একদিকে যখন লাল-হলুদের সিনিয়র দল ডুরান্ড খেলবে, সেই সময় জুনিয়র দল খেলবে নেক্সট জেন কাপ। চলতি কলকাতা লিগে অশ্বমেধের ঘোড়ার মতো দৌড়াচ্ছে বিনো জর্জের ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই নজরকাড়া পারফরম্যান্স করেছেন সায়ন, পিভি বিষ্ণুরা। এবার লাল-হলুদ ব্রিগেডের নজরে ইংল্যান্ডের মাটিতে নেক্সট জেন কাপে ভালো ফল করা। ইতিমধ্যেই বিদেশের মাটিতে গিয়ে প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে বিনো জর্জের দল। লুটন টাউনের যুব দলের বিরুদ্ধে জিতেছেন সায়নরা। বাংলার থেকে একমাত্র ক্লাব হিসেবে নেক্সট জেন কাপ খেলার সুযোগ পেয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল বিদেশের মাটিতে কেমন পারফরম্যান্স করে সে দিকে চোখ থাকবে ফুটবল প্রেমীদের।

১ অগস্ট ইস্টবেঙ্গল প্রিমিয়ার লিগ নেক্সট জেন কাপের যাত্রা শুরু করছে। প্রথম ম্যাচ ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে। ২ ও ৩ অগস্ট ম্যাচ রয়েছে যথাক্রমে এভারটন ও অ্যাস্টন ভিলার বিরুদ্ধে। লাল-হলুদের এই স্কোয়াডে একাধিক উঠতি বাঙালি ফুটবলার রয়েছেন। নজর থাকবে মহম্মদ আশিক, সুমন দে, সায়ন ব্যানার্জিদের দিকে। বিদেশের মাটিতে সাফল্য পেতে হলে সায়ন-সুমনদের প্রথম ম্যাচ থেকেই জ্বলে উঠতে হবে। নেক্সট জেন কাপে ইস্টবেঙ্গল ছাড়া ভারত থেকে অংশ নিচ্ছে পঞ্জাব এফসি ও মুথুট এফএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version