আন্তর্জাতিক ফুটবল

ইউরোপ সেরার লড়াইয়ে স্পেন বনাম ইংল্যান্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘ এক মাসের লড়াই শেষ। এবার ইউরোপ সেরাকে বেছে নেওয়ার পালা। এবছরের ইউরো কাপ যেমন একাধিক অঘটনের সাক্ষী থেকেছে, তেমনই আবার জন্ম দিয়েছে নতুন তারকার। সাক্ষী থেকেছে হার না মানা লড়াইয়ের। রবিবার মধ্যরাতে সব কিছুর অবসান হবে। চলতি ইউরো কাপের ফাইনালে মুখোমুখি হতে চলেছে স্পেন এবং ইংল্যান্ড। একদিকে তারুণ্যে ভরপুর ধারাবাহিক স্প্যানিশ ব্রিগেড। অন্যদিকে, সাউথগেটের পরিকল্পনা মাফিক ফুটবল। শেষ হাসি হাসবে কে?

২০১২ সালের পর আরও একবার ইউরোপ সেরা হওয়ার হাতছানি স্পেনের সামনে। চলতি ইউরো কাপে পারফরম্যান্সের নিরিখে অপ্রতিরোধ্য স্পেন নামবে ফেভারিট হিসেবে। এবারের ইউরো কাপে এখনও পর্যন্ত একটাও ম্যাচ হারেনি তারা। স্পেনের কাছে এটি পঞ্চম ইউরো ফাইনাল। এর আগে, চারবার ফাইনালে উঠে জিতেছে তিনবার। সেমিফাইনালে দুর্দান্ত লড়াই করে ফ্রান্সকে ছিটকে দিয়েছে লুইজ দে লা ফুয়েন্তের দল। পেদ্রি, কারভাহালকে ছাড়াও জিততে কোন সমস্যা হয়নি লামিন ইয়ামালদের। চোটের জন্য ফাইনালেও পেদ্রিকে পাবেন না দে লা ফুয়েন্তে। তবে কার্ড সমস্যা কাটিয়ে দলে ফিরছেন স্প্যানিশ রক্ষণের ভরসা কারভাহাল। যদিও ইউরোপ সেরার লড়াইয়ের মঞ্চে নজর থাকবে স্পেনের তরুণ তুর্কী লামিন ইয়ামালের দিকে। ফ্রান্সের বিরুদ্ধে দুরন্ত একটি গোল করেছিলেন। পাশাপাশি মাঝমাঠে রড্রি, ফ্যাভিয়ান রুইজরাও দুরন্ত ছন্দে রয়েছেন। সব মিলিয়ে ইউরোপ সেরা হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে দে লা ফুয়েন্তের স্পেন।

অন্যদিকে, গ্যারেথ সাইথগেটের ইংল্যান্ড টানা দু-বার ইউরো ফাইনাল খেলবে। ২০২০-র ইউরোয় ইংল্যান্ড পরাস্ত হয়েছিল ইতালির কাছে। ইউরো ফাইনালে মাঝমাঠের দখল নেওয়ার লড়াই হবে বেলিংহ্যামের সঙ্গে অলমোর। দু’জনেই নিজের নিজের দলের মাঝমাঠের ভরসা। চলতি ইউরো কাপে ভালো ছন্দে রয়েছেন বেলিংহাম। স্প্যানিশ রক্ষণ ভেদ করতে সাউথগেটের মূল অস্ত্র হতে পারেন তিনি। বেলিংহামকে ভরসা দেওয়ার জন্য ইংল্যান্ড আক্রমণভাগে রয়েছেন হ্যারি কেন এবং ফিল ফোডেন। এবারে দুরন্ত ছন্দে রয়েছেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে আটকে দিয়ে ফাইনালে উঠেছে তাঁরা। দুই দেশের সর্বশেষ দ্বৈরথটি হয়েছিল ২০১৮ সালের ১৫ অক্টোবর নেশনস লিগের লিগ পর্বে। গত ছয় বছরে এই প্রথম স্পেন-ইংল্যান্ড দ্বৈরথ হতে চলেছে। এখন দেখার ইউরোপ সেরা হওয়ার মঞ্চে কে কাকে টেক্কা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version