আইপিএল

যুবরাজের চিঠির প্রত্যুত্তরে কী লিখলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি?

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: একদিন আগেই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে খোলা চিঠি লিখেছিলেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং। আর বুধবার সেই চিঠির উত্তর দিলেন কোহলি। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন ক্যান্সারকে হারিয়ে যেভাবে ঘুরে দাঁড়িয়েছেন যুবরাজ, তা শুধু তার কাছে নয়, গোটা একটা প্রজন্মের কাছে এই বিশাল বড় অনুপ্রেরণা।

বুধবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে কোহলি লেখেন,”যুবি পা, তোমার দেওয়া উপহার এবং চিঠির জন্য অনেক ধন্যবাদ। আমাকে একেবারে প্রথম দিন থেকে যে ধীরে ধীরে বেড়ে উঠতে দেখেছে, তেমন একজন মানুষের কাছ থেকে এই ধরনের উপহার পাওয়ার অনুভূতি সত্যিই অন্যরকম। মারণ রোগ ক্যান্সারকে হারিয়ে তোমার প্রত্যাবর্তন, শুধুমাত্র ক্রিকেটের দিক দিয়ে নয়, সমাজের যে কোনও স্তরের মানুষের কাছে আজ এবং আগামী দিনেও একটা অনুপ্রেরণা হয়ে থাকবে।”

কোহলি আরও যোগ করেন,”তুমি ঠিক যেমন, আমি ঠিক তোমাকে তেমনভাবেই চিনি। তুমি প্রথম থেকেই খুব নরম মনের মানুষ এবং তোমার আশেপাশে থাকা সবাইকে তুমি সাহায্য কর। এখন আমরা দুজনেই বাবা হয়ে গিয়েছি এবং আমরা জানি যে এটা আমাদের জীবনে ঠিক কত বড় আশীর্বাদ। এই নতুন পথে তোমার সুখ, সুন্দর স্মৃতি কামনা করি। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”

প্রসঙ্গত এর আগে কোহলিকে লেখা চিঠিটিতে নিজেদের পুরনো দিনের কথা বলেছিলেন যুবরাজ। শুধুমাত্র ভারতীয় দল নয় আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে তারা একসঙ্গে খেলেছিলেন। নিজের চিঠিতে যুবরাজ লিখেছিলেন,”বিরাট আমি তোমাকে একজন ক্রিকেটার এবং মানুষ হিসেবে চোখের সামনে গড়ে উঠতে দেখেছি। সে দিনের নেটের সেই ছোট্ট ছেলেটা এখন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে। তুমি এখন নিজেই কিংবদন্তি। পরের প্রজন্মকে নেতৃত্ব দিচ্ছ। মাঠে তোমার শৃঙ্খলা, খেলার প্রতি ভালবাসা এবং দায়বদ্ধতা দেশের সব শিশুকেই স্বপ্ন দেখায় নিল জার্সি গায়ে ব্যাট হাতে মাঠে নামার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version