আন্তর্জাতিক ক্রিকেট
খারাপ পারফরম্যান্সের জের, বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে অবনমন ঘটল পুজারা, রাহানে, ঋদ্ধির…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই টেস্ট দল থেকে বাদ পড়ার পরে বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে একধাপ নামলেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে এবং ঋদ্ধিমান সাহারা। এছাড়াও নেমেছেন ইশান্ত শর্মা, হার্দিক পান্ডিয়া।
প্রসঙ্গত এইসব ক্রিকেটাররা খারাপ ফর্মে আছেন বলে তাদের উপর যে কোপ পড়বে এমন একটা আন্দাজ ছিলই। বুধবার তাদের সরকারি সীলমোহর পড়ল। এর আগে চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে এবং ইশান্ত শর্মা ‘এ’ গ্রেডে থাকার কারণে পেতেন বাৎসরিক ৫ কোটি টাকা করে। এবারে তারা ‘বি’ গ্রেডে নেমে যাওয়ায় তিন কোটি টাকা করে পাবেন। এদের পাশাপাশি ভারতীয় দলের তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ‘এ’ থেকে ‘বি’ গ্রুপে নেমেছেন।
অন্যদিকে এর আগে ঋদ্ধিমান সাহা ‘বি’ গ্রেডে ছিলেন এবং বাৎসরিক ৩ কোটি টাকা করে পেতেন। এবারে তাকে বিসিসিআই নামিয়েছে ‘সি’ গ্রেডে। ফলে এবারে বছরে তিনি এক কোটি টাকা করে পাবেন। আর যদি তিনি এরপরে দলে ঢুকতে না পারেন তবে সামনে বছর কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন।
অন্যদিকে মহম্মদ সিরাজ, অক্ষর পটেল ‘সি’ গ্রেডে থেকে ‘বি’ গ্রেডে উন্নীত হয়েছেন। এদের পাশাপাশি শ্রেয়স আইয়ারও এই গ্রেডে রয়েছেন।
শিখর ধবন শুধু এক দিনের ক্রিকেট খেলায় তাঁকে গ্রুপ ‘বি’-তে রাখা হয়েছে। এ ছাড়া মহম্মদ সিরাজ এবং অক্ষর পটেল ‘সি’ থেকে ‘বি’-তে উন্নীত। অশ্বিন, পন্থ, জাডেজা, কেএল রাহুলরা গ্রুপ ‘এ’-তে রয়েছেন। গ্রুপ ‘এ+’ বিরাট কোহলী, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাই থেকে গিয়েছেন।