আইপিএল
মহিলা প্রিমিয়ার লিগের নিলাম ১০ ফেব্রুয়ারি
রে স্পোর্টজ নিউজ ডেস্ক : মহিলা প্রিমিয়ার লিগ নিয়ে ইতিমধ্যেই ভারতে উন্মাদনা তৈরি হয়েছে যথেষ্ট। বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রচুর অর্থ বিনিয়োগ করছে এই টুর্নামেন্টে। মহিলা ক্রিকেটারদের অর্থ উপার্জনের একটা নতুন দিগন্ত করে দিয়েছে এই টুর্নামেন্ট এমনটাই ধারণা ক্রিকেট বিশেষজ্ঞদের।
আর এবারের মহিলা প্রিমিয়ার লিগের নিলাম সম্ভবত হতে চলেছে ১০ ফেব্রুয়ারি। এই নিলাম হতে চলেছে মুম্বাইয়ে। আইপিএলের দলগুলো টাকার ঝুলি নিয়ে ঝাঁপাবে এই নিলাম থেকে সেরা মহিলা ক্রিকেটারদের দলে নিতে। প্রত্যেক দলের জন্য প্রথম এই নিলামে নির্ধারিত বাজেট ১২ কোটি টাকা। পুরুষদের আইপিএলের নিলাম ঘিরে প্রতিবারই উন্মাদনা তৈরি হয় ক্রিকেট ভক্তদের মধ্যে। এবার দেখার এই মহিলা প্রিমিয়ার লিগের নিলাম কতটা উন্মাদনা তৈরি করতে পারে। এই নিলাম হওয়ার কথা ছিল ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে। একটা পিছিয়ে যায় কয়েকদিনের জন্য। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় নিলামের ঠিক পরের দিন অর্থাৎ ১১ ফেব্রুয়ারি মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারত। অর্থাৎ বিশ্বকাপের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ক্রিকেটাররা জেনে যাবেন কে কত টাকায় কোন দলে চুক্তিবদ্ধ হলেন।