আইপিএল

বড় ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে, বিশ্বকাপে অনিশ্চিত কেন উইলিয়ামসন

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এবার চোটের কবলে পড়লেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন। আইপিএলের খেলাকালীন হাঁটুর লিগামেন্টে গুরুতর চোট পান উইলিয়ামসন। খুব সম্ভবত আসন্ন ওডিআই বিশ্বকাপে খেলতে দেখা যাবে না তাকে।

গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলছিলেন উইলিয়ামসন। ফিল্ডিং করার সময় হাঁটুতে চোট পান তিনি। পরে জানা যায় হাঁটুর লিগামেন্টে চোট বেশ গুরুতর। ফলে আবশ্যক হয়ে পড়ে অস্ত্রোপচার। কিন্তু এর ফল হতে পারে সুদূরপ্রসারী। ভারতে অক্টোবর নভেম্বর মাসে শুরু হচ্ছে ওডিআই বিশ্বকাপ। তার আগে উইলিয়ামসনের সেরে ওঠা প্রায় অসম্ভব এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ‌সেক্ষেত্রে তাকে ছাড়াই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে নিউজিল্যান্ডকে যা নিঃসন্দেহে তাদের কাছে একটি বড় ধাক্কা। সেই প্রসঙ্গে উইলিয়ামসন বলেছেন, “এটা খুবই হতাশাজনক। তবে এখন ভেঙে পড়লে চলবে না। এখন আমার একমাত্র লক্ষ্য দ্রুত অস্ত্রোপচার করে সেরে ওঠা। আমি জানি বিষয়টা সময় সাপেক্ষ কিন্তু আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব মাঠে ফিরতে।” প্রসঙ্গত বিশ্বকাপে রানার্স আপ হলেও কখনো জেতেনি নিউজিল্যান্ড। এখন দেখার এই বিশ্বকাপে কোন নতুন চমক উপহার দিতে পারে কি না তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version