আন্তর্জাতিক ক্রিকেট

“আমি হলে এটা নিশ্চিত আউট ছিল”, আম্পায়ারকে খোঁচা বিরাট কোহলির

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টে সেঞ্চুরির খরা কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরেছেন বিরাট কোহলি। কিন্তু শুধুই রানের দিক থেকে নয়, বিরাট কোহলি ফিরেছেন সেই অতিপরিচিত চেনা মেজাজেও। ঠিক কি করেছেন তিনি? আসলে একথা সবাই জানেন যে বিরাটের মত সোজাসাপ্টা মানুষ ক্রিকেট জগতে খুব কমই দেখা যায়। একাধিকবার বিতর্কেও জড়িয়েছেন এই কারণে। কিন্তু তাও নিজের মনের কথা সবসময়ই প্রকাশ্যে জানিয়ে এসেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। এবারেও তার ব্যতিক্রম ঘটেনি। সরাসরি আম্পায়ারের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন কোহলি।

পুরো ঘটনাটি ঘটে যখন ট্র্যাভিস হেড ক্রিজে ছিলেন। অধিনায়ক রোহিত শর্মাকে রিভিউ নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন অশ্বিন। ৩৫ বলে তখন হাফ সেঞ্চুরির দোরগোড়ায় দাঁড়িয়ে ট্র্যাভিস। কিন্তু শেষরক্ষা হয়নি। আম্পায়ারের সিদ্ধান্তই বহাল থেকেছে। স্পষ্ট জানানো হয়েছে আউট নন অস্ট্রেলিয়ার ক্রিকেটার। আর এই ঘটনার পরে আম্পায়ার নীতিন মেননকে বিদ্রুপ করেন কোহলি। আম্পায়ারের দিকে ইশারা করে বিরাট বলেন, “আমি হলে এটা নিশ্চয়ই আউট হত।” আর এই মজাটাকে হাসির ছলে নিয়েছেন আম্পায়ার মেনন নিজেও। বুড়ো আঙ্গুল তুলে হাসিমুখে কোহলির দিকেও পাল্টা ইশারা করেন তিনি। আম্পায়ার এবং কোহলির এই মজার ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে নেটদুনিয়ায়। আসলে এর ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় রব উঠেছিল আম্পায়ার মিলন নাকি বিরাট কোহলির প্রতি পক্ষপাতিত্ব করছেন। প্রসঙ্গত চতুর্থ টেস্টে আহমেদাবাদে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২৪১ বলে ১৮৬ রান করেন বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version