আন্তর্জাতিক ক্রিকেট

AUS vs IND: বর্ডার-গাভাস্কার ট্রফির আগে তড়িঘড়ি অস্ট্রেলিয়া পাড়ি দিলেন বিরাট কোহলি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আপাতত নিজের ফর্মের ধারেকাছে নেই বিরাট কোহলি। সামনেই রয়েছে অজিভূমিতে কঠিন টেস্ট সিরিজ। সেই কারণে বর্ডার-গাভাস্কার ট্রফি শুরুর আগে নিজেকে পুরোপুরি তৈরি করে নেওয়ার জন্য অস্ট্রেলিয়ায় পৌঁছলেন কিং কোহলি। শোনা যাচ্ছে রবিবার বিকেলেই পার্থে পৌঁছে গিয়েছেন বিরাট। বাকিরা যাবেন তাঁর পরেই।

বেশ কিছু ম্যাচ ধরেই নিজের চেনা ফর্মে পাওয়া যাচ্ছেনা ভারতের “রান মেশিন” বিরাট কোহলিকে। এবারে অস্ট্রেলিয়া সফরে “জবাব” দেওয়ার জন্য, দল পৌঁছনোর আগে অস্ট্রেলিয়া পৌঁছে মাঠে নেমে পড়লেন তিনি। তবে তাকে কটাক্ষ করতে পিছুপা হননি অস্ট্রেলিয়া ক্রিকেটের কিংবদন্তি রিকি পন্টিংও। তিনি বলেছেন যে, “পাঁচ বছরে মাত্র দুটো সেঞ্চুরী অন্য কোনও ক্রিকেটার করলে তাকে দলেও রাখা হতনা”। তবে এই পরিস্থিতিতে কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তিনি মনে করেন যে রানের জন্য ঠিক আগের মতই এখনও ক্ষুধার্থ রয়েছেন বিরাট এবং এই মানসিকতাটা ড্রেসিং রুমে থাকা খুবই দরকার।

অপরদিকে অস্ট্রেলিয়া ‘এ’ দলের বিরুদ্ধে বেসরকারি টেস্ট খেলার জন্য আগে থেকেই অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন অভিমন্যু ঈশ্বরণ, ধ্রুব জুরেল এবং কে এল রাহুল। এবারে শোনা যাচ্ছে, মঙ্গলবারের মধ্যেই গোটা দল অস্ট্রেলিয়ায় পৌঁছে অনুশীলন শুরু করে দেবে। যা খবর তাতে মঙ্গলবার ওয়াকা মাঠে একেবারে রুদ্ধদ্বার অনুশীলনে নেমে পড়বে টিম ইন্ডিয়া। এর আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফ থেকে কড়া বার্তা জানান হয়েছে যে অনুশীলন চলাকালিন যেন বাইরের কেউ সেখানে উপস্থিত না থাকে। ফলে এই সিরিজে যে নিজেদের উজাড় করে দিয়ে জিততে মরিয়া ভারতীয় দল তা বোঝাই যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version