আইপিএল
IPL 2025: ফের আরসিবির অধিনায়ক হচ্ছেন বিরাট? জানতে পড়ুন…
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আসন্ন আইপিএলে আসতে চলেছে নতুন চমক। ক্রিকেট মহলে জল্পনা ফের আরসিবি অধিনায়ক হিসাবে ফিরতে পারেন বিরাট কোহলি। অধিনায়ক হিসেবে যোগ্য কাউকে না পেলে হয়ত কিং কোহলির কাঁধেই উঠবে বেঙ্গালুরুর অধিনায়কত্বের ব্যাটন। যদিও টানা ব্যর্থতার জন্যই ২০২১ সালে আরসিবির অধিনায়কত্ব ছেড়েছিলেন কোহলি। এবারে সেই দায়িত্ব আবার নিতে রাজি হবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি।
এত বছর আইপিএল খেললেও আজ পর্যন্ত ট্রফি জয়ের স্বাদ পাননি বিরাট কোহলিরা। যার ফলে এই মরশুম ট্রফি খরা কাটাতে, মেগা নিলামে ঢেলে দল সাজাতে চাইছে আরসিবি ম্যানেজমেন্ট। তাছাড়া বিগত তিনটি মরশুম অধিনায়কত্বের দায়িত্ব সামলেছিলেন ফাফ ডু প্লেসিস। তাঁরও বয়স বাড়ছে। যার ফলে সম্ভবত রিটেন করা হবে না তাঁকে। আরসিবি ম্যানেজমেন্ট অধিনায়ক হিসেবে কথাবার্তা চালিয়েছিল শুভমন গিলের সঙ্গে। তবে গুজরাত টাইটানস তাকে ছাড়তে চাইছে না বলেই খবর।
টানা ব্যর্থতার জেরে ২০২১ সালে, আচমকাই ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব ছাড়েন বিরাট। কিন্তু তার পরেও পারফরমেন্সে কোনও উন্নতি হয়নি আরসিবির। তবে ম্যানেজমেন্ট মনে করে আগে ভারতের জাতীয় দলে তিন ফরম্যাটেই অধিনায়ক ছিলেন বিরাট। তবে তিনি সেখান থেকেও সরে দাঁড়ানোয় এখন অনেকটাই চাপমুক্ত তিনি। হালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন। তাই জন্য নতুন করে আরসিবির অধিনায়কের দায়িত্ব হয়ত নিয়ে নেবেন কোহলি। তবে সবটাই নির্ভর করছে নিলামে নতুন কাউকে আরসিবি অধিনায়ক হিসেবে দলে নিতে পারছে কিনা তার উপরে। তবে সেই তালিকায় নাম রয়েছে বেশ কয়েকজনের। তাদের মধ্যে কাকে পাওয়া হবে সেই নিয়েও প্রশ্ন রয়েছে ম্যানেজমেন্টের। অবশেষে যদি কাউকেই না পাওয়া যায়, তাহলে অধিনায়কের দায়িত্ব নেওয়ার কথা বলা হবে বিরাট কোহলিকেই।