ক্রিকেট
আরও এক নজিরের সামনে বিরাট
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আধুনিক ক্রিকেটে রেকর্ড করাটা জল ভাতে পরিণত করেছেন তিনি। তিনি আর কেউ নন, তিনি হলেন ভারতের রান মেশিন বিরাট রেকর্ড কোহলি। এক সময়ে বিরাটের ফর্ম নিয়ে দেখা দিয়েছিল প্রশ্ন চিহ্ন। কিন্তু এখনও নিজের রাজকীয় মেজাজ বজায় রেখেছেন বিরাট। ২৫ জানুয়ারি থেকে দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট খেলতে নামবেন তার আগে আরও একটা নজিরের সামনে দাঁড়িয়ে তিনি। টেস্ট ক্রিকেটে বিরাটের ঝুলিতে রয়েছে ৮৮৪৮ রান। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে আর ১৫২ রান করলেই তিনি পৌঁছে যাবেন ৯০০০ রানে।
চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই কীর্তি গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে। টেস্টে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে বেশি রান সচিন তেন্ডুলকরের। ২০০টি টেস্টে ৫৩.৭৮ গড়ে ১৫,৯২১ রান করেছেন তিনি। সচিন ছাড়াও, রাহুল দ্রাবিড় এবং সুনীল গাওস্করের নাম রয়েছে এই তালিকায়। হায়দ্রাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে নিজেকে আরও একবার বিরাট কোহলিকে এলিট আসনের মালিক হতে দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।