আন্তর্জাতিক ক্রিকেট

মোহালিতে নিজের শততম টেস্টে নামার আগে অনুশীলন শুরু বিরাট কোহলির…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। তবে তাদের বিরুদ্ধে শুরু হতে চলা টেস্ট সিরিজের দলে রয়েছেন কোহলি। আর মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের ঐতিহাসিক শততম টেস্ট ম্যাচ খেলতে নামার আগে অনুশীলন শুরু করে দিলেন ভারতীয় ক্রিকেটের ‘রান মেশিন’। নিজের ঐতিহাসিক শততম টেস্টটি স্মরণীয় করে রাখতে তিনি যে বদ্ধপরিকর তা এটি থেকেই প্রমাণ করা যায়।

প্রসঙ্গত রবিবার থেকেই মোহালিতে জোরকদমে অনুশীলন শুরু করেছেন কোহলি। তিনি ছাড়া অনুশীলনের যোগ দিয়েছেন ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ, শুভমন গিল, মহম্মদ সামি, জয়ন্ত যাদব এবং রবীচন্দ্রন অশ্বিন। রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ধর্মশালায় টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়েছে রোহিত ব্রিগেডের। সোমবার তাদের ধর্মশালা থেকে মোহালি পৌঁছনোর কথা।

রবিবার অনুশীলন শুরু করার আগে দলের বাকিদের সঙ্গে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলেন কোহলি। তারপর নিজে প্রস্তুত হয়ে ব্যাট হাতে একাগ্রচিত্তে নেটে অনুশীলনে চলে যান তিনি। এরপর প্রায় আধঘণ্টা থ্রো ডাউন করেন তিনি। তারপরে বেশ কিছুক্ষন নেটে ঘাম ঝরিয়ে চলে যান প্রাক্তন ভারত অধিনায়ক।

দীর্ঘদিন কোহলির ব্যাট থেকে বড় রান দেখেনি ক্রিকেটপ্রেমীরা। এর মাঝেই তিনি টি-টোয়েন্টি এবং টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন। তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে একদিনের দলের অধিনায়কত্ব। এখন তিনি শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে ভারতীয় দলে রয়েছেন। আর সেই ব্যাটসম্যান হিসেবে দারুণ ফর্মে ফিরতে বদ্ধপরিকর কিং কোহলি। তিনি যদি আর ৩৮ রান করতে পারেন তবে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান পূর্ণ করবেন তিনি। তবে কোহলির এখন সব থেকে বড় লক্ষ্য হল সেঞ্চুরি করা। আর নিজের শততম টেস্টেই নিজের শতরানের খরা কাটাতে মরিয়া কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version