ক্রিকেট

ভারতীয় অনুশীলনে ‘অন্য বিরাট

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ, ১৮ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের খেলা শেষ। এবারে সামনে সুপার এইট পর্ব। সেখানেই আগামী ২০ জুন নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে রোহিত শর্মার ভারত। তার আগে বার্বাডোজের ব্রিজটাউনে জোর কদমে অনুশীলন করছে ভারতীয় দল। মঙ্গলবার ছিল ভারতের ঐচ্ছিক অনুশীলন। তবে সেখানে প্রায় সকল ক্রিকেটারই উপস্থিত ছিলেন। যদিও মঙ্গলবারের অনুশীলনে সব থেকে বেশি নজর ছিল বিরাট কোহলির দিকেই। তার যথেষ্ট কারণও আছে। প্রসঙ্গত এখনও পর্যন্ত ভারতীয় দলের মোট সাতটি অনুশীলনের মধ্যে মাত্র দুটি অনুশীলনে যোগ দিয়েছিলেন কোহলি। এছাড়া বাংলাদেশের বিরুদ্ধে অনুশীলন ম্যাচেও অংশ নেননি তিনি। গ্রুপ পর্যায়ে ফর্মের ধারে কাছে ছিলেন না তিনি। তিন ম্যাচে তাঁর রান সংখ্যা মাত্র পাঁচ। তবে মঙ্গলবার অনুশীলনে দেখা গেল একেবারে অন্য দৃশ্য। এদিনের অনুশীলনে একটা মুহূর্তও যেন মিস করতে চাইছিলেন না কিং কোহলি। সেই কারণেই একেবারে শুরু থেকেই অনুশীলনে হাজির ছিলেন তিনি। দেখা গেল তখনও নেটে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব। তাঁদের জন্য অপেক্ষা না করে, কোহলি নিজেই মাঝের অনুশীলন পিচে গেলেন এবং অনুশীলন শুরু করে দিলেন। অনুশীলন পিচে যেহেতু অসমান বাউন্স ছিল, সেই কারণে বেশ কয়েকবার সমস্যায়ও পড়েন কোহলি। তবে বেশ কিছু দারুন শটও খেলেন তিনি।

মঙ্গলবার অনুশীলনের মাঝে একবার বৃষ্টিও বিঘ্ন ঘটায়। সেই সময় সকলেই বেশ কিছুক্ষণ শেডের নিচে আশ্রয় নেন। অনুশীলন পিচটি তখন মাঠকর্মীরা ঢেকে দেন। এরপরে বৃষ্টি থামলেই দেখা গেল এক অদ্ভুত ঘটনা। পিচের কভার তোলার আগেই সেখানে গিয়ে হাজির হন কোহলি, যাতে সেটি তোলা হলেই তিনি আবার অনুশীলন শুরু করতে পারেন। ফলে বোঝাই যাচ্ছে কোহলি ফর্মে ফিরতে কতটা বদ্ধপরিকর।

প্রসঙ্গত সুপার এইটে ভারতের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। সেই ম্যাচ জিততে গেলে দলের দুই ওপেনার রোহিত এবং কোহলি দুজনের ব্যাট থেকেই রান দরকার দলের। তবে আফগানিস্তান ম্যাচ একেবারেই সহজ হবে না। তারা সদ্য নিউজিল্যান্ডকে হারিয়েছে। পাশাপাশি বার্বাডোজের পিচ যেহেতু স্পিন সহায়ক, তাই সেখানে যথেষ্ট সাহায্য পাবেন রশিদ খানরা। পাশাপাশি এই প্রতিযোগিতায় প্রথমবারের জন্য হয়তো এবারে কুলদীপ যাদবকে মাঠে দেখা যাবে। এখানকার পিচে তাঁর থেকে সাহায্য পেতে চাইছে ভারতীয় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version