আন্তর্জাতিক ক্রিকেট

কোহলিকে মাঠে ‘গার্ড অফ অনার’ দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা সহ বাকি ক্রিকেটাররা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এ কথা সবারই জানা যে মোহালিতে অনুষ্ঠিত ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ। তিনি ভারতের ১২তম ক্রিকেটার যিনি ১০০টি টেস্ট ম্যাচ খেললেন। প্রসঙ্গত প্রথম টেস্ট শুরুর আগেই বিভিন্ন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটাররা কোহলিকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছিলেন। আর এবারে ম্যাচ চলাকালীন কোহলিকে বিশেষ সম্মান জানালেন তার দলের সতীর্থরা। ‌

এর আগে প্রথম ইনিংসে যখন কোহলি ব্যাট করতে নামেন, তখন গোটা গ্যালারি তার নামের জয়ধ্বনি দিতে থাকে। এই ম্যাচ শুরুর আগে তিনি ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়ের হাত থেকে এক বিশেষ স্মারক উপহার হিসেবে পান। এরপর দ্বিতীয় দিনে ভারত ডি-ক্লিয়ার করার পরে টিম বোলিং করতে নামার সময় দলের তরফ থেকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়।

সতীর্থদের কাছ থেকে এমন এক উপহার পেয়ে আনন্দে উচ্ছাসে ভেসে যান কোহলি, যদিও তাকে বেশি লজ্জিতই দেখাচ্ছিল। এরপর বলেন নতুন অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে করমর্দন করে তাকে আলাদাভাবে ধন্যবাদ জানালেন কোহলি। কয়েকদিন আগেই রোহিত-কোহলির মধ্যেকার চর্চিত বিবাদ শিরোনাম দখল করে নিয়েছিল। তবে এই ঘটনা সেইসব বিতর্ককে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দিল। প্রসঙ্গত, শততম ম্যাচে কোহলি প্রথম ইনিংসে ৪৫ রান করেন, ভারত তোলে ৫৭৪। দ্বিতীয় ইনিংসে কোহিল আর ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পান কি না, এখন সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version