আন্তর্জাতিক ক্রিকেট

নিজের শততম টেস্টে ব্যাট হাতে এক অনবদ্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মোহালিতে ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম টেস্ট ম্যাচটি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই টেস্ট ম্যাচটি প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলির কেরিয়ারের ১০০তম টেস্ট ম্যাচ। একদিকে যেখানে কোহলি ভারতের হয়ে ১০০ বা তার বেশি টেস্ট ম্যাচ খেলা ১২তম খেলোয়াড় হলেন, তার সাথে সাথেই গড়লেন আরও একটি বড় বিশেষ রেকর্ড। কোহলি এদিন যখনই মোহালিতে ৩৮ রান পূরণ করেন, তার সাথে সাথেই টেস্ট কেরিয়ারে নিজের ৮০০০ রান পূর্ণ করেন। এর ফলে তিনি ভারতের ষষ্ঠ ব্যাটসম্যান হলেন যিনি ৮ হাজার বা তার বেশি রান করেছেন। এখনও পর্যন্ত শচীন তেন্দুলকার, ভিভিএস লক্ষ্মণ, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কার এবং বীরেন্দ্র সেহওয়াগ ভারতের হয়ে ৮ হাজারের বেশি রান করেছেন।

এর পাশাপাশি কোহলি যখনই মোহালিতে প্রথম টেস্টে ৩৮ রান পূর্ণ করেন তখনই তিনি টেস্টে দ্রুততম ৮০০০ রান করা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হয়ে যান। ১৫৪ তম ইনিংসে এই কীর্তিটি গড়েছিলেন শচীন। রাহুল দ্রাবিড় ১৫৮, সেহওয়াগ ১৬০ এবং গাভাস্কার ১৬৬ ইনিংসে ৮০০০ রান ছুঁয়েছিলেন।

২০১৮ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টেস্ট সিরিজ খেলেছিলেন বিরাট কোহলি। সেই সময়ে কোহলি ৩ টেস্টে ৬১০ রান করেছিলেন যার মধ্যে তার পরপর দুটি ডাবল সেঞ্চুরি ছিল (নাগপুরে ২১৩ এবং দিল্লিতে ২৪৩)। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে টানা তিনটি সেঞ্চুরিও করেছেন তিনি। এখন দেখার মোহালিতে ৮০০০ রানের মাইলস্টোন পূর্ণ করার পরে কোহলি এবারে তার শতরানের খরা কাটাতে পারেন কিনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version