আন্তর্জাতিক ক্রিকেট
শচীনের রেকর্ড ভেঙে এগিয়ে গেলেন বিরাট
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: শুরু হয়ে গেছে এশিয়া কাপ। ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছেন রোহিত শর্মারা। যদিও সেই ম্যাচ বৃষ্টির কারণে মাঝপথেই ভেস্তে যায়। এরপর নেপালের মুখোমুখি হয় ভারত। সেই ম্যাচেও বৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়া যায়নি। আদৌ গ্রুপ পর্বের কোন ম্যাচ খেলতে পারবে কি না ভারত সেই নিয়েও প্রশ্ন উঠেছে। যদিও নেপাল ম্যাচ শেষ পর্যন্ত খেলা না গেলেও ভারতের তাতে বিশ্বাস কোন অসুবিধা হওয়ার কথা নয়। তবে বৃষ্টি এই চোখ রাঙানি উপেক্ষা করেই ইতিমধ্যে এর একটি বড় রেকর্ড গড়লেন ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টপকে গেলেন সচিন তেন্ডুলকারকেও।
নেপাল ম্যাচে ৫৮ রানে থাকা আশিক শেখের ক্যাচ এক হাতে তালুবন্দী করেন বিরাট। শুধু যে কঠিন ছিল তা নয়, নিঃসন্দেহে ক্যাচটি অনবদ্য বটে। আর এই ক্যাচ ধরার পরে ওডিআই ফরম্যাটে সর্বোচ্চ ক্যাচ ধরার তালিকায় বিরাট এখন চার নম্বরে। একই সাথে টপকে গেলেন রস টেলার এবং সচিন টেন্ডুলকারকে যাদের একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ধরা ক্যাচের সংখ্যা যথাক্রমে ১৪০ এবং ১৪২। নেপাল ম্যাচে এদিন ওডিআই ফরম্যাটে ১৪৩ তম ক্যাচটি লুফে নেন বিরাট। তবে এখানেই শেষ নয়। এদিন কোহলি করেছেন আরও একটি রেকর্ড। শুধুমাত্র বহু দেশীয় টুর্নামেন্ট গুলিতে ১০০ ক্যাচের গণ্ডি ছুঁয়ে ফেললেন বিরাট। এই রেকর্ডে প্রথম স্থানে রয়েছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক মোহম্মদ আজহারউদ্দিন। আর তারপরেই দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন বিরাট কোহলি।