আন্তর্জাতিক ক্রিকেট
ICC CWC 2023: দুরন্ত ব্যাটিংয়ে ৫ রেকর্ড ভাঙলেন বিরাট, পিছনে ফেললেন শচীনকেও…
সৌরভ রায়, চেন্নাই: বিশ্বকাপে প্রথম ম্যাচেই দলকে কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জেতার মঞ্চ তৈরি করে দিয়েছেন। আর তার সঙ্গেই এদিন নতুন পাঁচটি নজির তৈরি করলেন বিরাট কোহলি। আর এই রাস্তায় তিনি রবিবার একই ম্যাচে ভেঙ্গে দিলেন কিংবদন্তি প্রাক্তন ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারের দুটি রেকর্ড।
এতদিন পর্যন্ত একদিনের ক্রিকেটে সফলভাবে রান তাড়া করে সবচেয়ে বেশি রান করার নজির ছিল শচীন তেন্ডুলকারের। সেই রেকর্ড এদিন ভেঙে দিলেন বিরাট। আর তার সঙ্গেই শচীনকে টপকে ভারতের হয়ে আইসিসির একদিনের ক্রিকেট প্রতিযোগিতায় সব থেকে বেশি রানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। তবে এখানেই এদিন থামেননি তিনি। একদিনের এবং টি-টোয়েন্টি বিশ্বকাপ মিলিয়ে একজন নন ওপেনার হিসেবে, সবচেয়ে বেশি রানের অধিকারী হলেন বিরাট। এর সঙ্গেই একজন এশিয়ান ক্রিকেটার হিসেবে তিন নম্বরে নামা ব্যাটসম্যানদের মধ্যে প্রথম ১১ হাজার রানের গন্ডি টপকালেন তিনি। আর তার সঙ্গে একদিনের ক্রিকেটে সব থেকে বেশি ৫০ অধিক রানের ইনিংস খেলার রেকর্ড তৈরি করলেন বিরাট কোহলি।