আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: তৃতীয় দিনের শেষে আসার আলো দেখছে ভারত

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ইনিংসে চরম ব্যাটিং ব্যর্থতা হয়েছে ভারতের। তবে দ্বিতীয় ইনিংসে লড়াই করছেন ব্যাটাররা। তৃতীয় দিনের শেষে লড়াকু মানসিকতার পরিচয় দিয়েছেন বিরাট ও সরফরাজ খান। এই দুজনের জুটিতেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল টিম ইন্ডিয়া তবে দিনের শেষে ৭০ রান করে সাজঘরে ফিরে গেলেন বিরাট কোহলি। এর পাশাপাশিই টেস্টে ৯০০০ রানও পূর্ণ করলেন তিনি।তবে এই ম্যাচে বহুপ্রত্যাশিত শতরান এলনা তাঁর ব্যাট থেকে। অপরদিকে ক্রিজে ৭০ রানে অপরাজিত রয়েছেন সরফরাজ খান।

প্রথম ইনিংসে, প্রথমে ব্যাট করতে এসে মাত্র ৪৬ রানে থেমে গিয়েছিল ভারতের ইনিংস। যেই রানটি ছিল দেশের মাটিতে টেস্টে সব থেকে কম রান। কোনও রান না করেই আউট হয়েছিলেন বিরাট কোহলি সহ আরও পাঁচজন ক্রিকেটার। বোলিংও আশানুরূপ হয়নি ভারতের। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের মাত্র ৪ উইকেট নিতে পেরেছিল ভারতের বোলাররা। অপরদিকে চারশোর উপর রান তুলে ফেলেন নিউজিল্যান্ড ব্যাটাররা। ১৩৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ভারতীয় বংশোদ্ভূত রাচীন রবীন্দ্র। শেষের দিকে এসে ৭৩ বলে ৬৫ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে যান দলের প্রাক্তন অধিনায়ক টিম সাউদি। নিউজিল্যান্ড করে ৪০২ রান যার মধ্যে তাঁরা এগিয়ে ছিল ৩৫৬ রানে।

এত বড় রানের তাড়া করতে এসেও বিজেতা দলের মতোই খেলেছে ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুতে রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ওপেনিং জুটি মিলে ৭২ রান তোলেন। ৩৫ রানের মাথায় স্ট্যাম্পড আউট হয়ে ফিরে যান যশস্বী। দলের ৯৫ রানের মাথায় আউট হয়ে যান সদ্য অর্ধশতরান করা অধিনায়ক রোহিত শর্মাও। তারপর ভারতের ব্যাটিংয়ের হাল ধরেন বিরাট কোহলি ও সরফরাজ খান। নেমেই চার-ছক্কা হাঁকানো শুরু করলেন সরফরাজ। তারই মাঝে টেস্টে ৯০০০ রান পূর্ণ করে ফেললেন বিরাট কোহলি। তবে দিনের শেষ বলে আউট হয়ে গিয়ে বহু কাঙ্ক্ষিত শতরান হাতছাড়া হয় তাঁর। তৃতীয় দিনের শেষে ভারতের রান ৩ উইকেট হারিয়ে ২৩১। ৭০ রানে সরফরাজ খান অপরাজিত থাকলেও এখনও ১২৫ রানে পিছিয়ে রয়েছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version