ক্রিকেট

১২বছর পর রঞ্জিতে দেখা যাবে বিরাটকে? জানতে পড়ুন…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ২০১২ সালের পর, দীর্ঘ ১২ বছর বাদে আবারও দিল্লির রঞ্জি দলে নাম বিরাট কোহলির। বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগে কোহলিকে দিল্লির জার্সিতে রঞ্জি ম্যাচে দেখার জল্পনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। শুধু বিরাট নয়, ঋষভ পন্থকে রাখা হয়েছে দিল্লির চুরাশি সদস্যের রঞ্জি দলে।

২০১২ সালে দিল্লির জার্সি গায়ে শেষবার রঞ্জি ম্যাচ খেলেছিলেন কোহলি। তারপর থেকে যদিও ঘরোয়া ক্রিকেটে আর খেলতে দেখা যায়নি তাঁকে। তবে ঘরোয়া ক্রিকেটে পন্থ খেলা চালিয়ে গিয়েছিলেন। দিল্লি ক্রিকেট বোর্ড থেকে জানানো হয়েছে, কোহলি-ঋষভকে রঞ্জি ট্রফির প্রাথমিক দলে রাখা হয়েছে। তারা দিল্লির রেজিস্টার্ড ক্রিকেটার, তাই জন্যই নিয়মানুযায়ী তাদেরকে প্রাথমিক দলে রাখা হয়েছে। তার মানে যে তারা খেলবেন সেরকম ভাবার দরকার নেই। তবে এবারে দিল্লির রঞ্জি দলে নেই ভারতের তারকা জোরে বোলার ইশান্ত শর্মা। দিল্লি প্রিমিয়ার লিগেও খেলেননি তিনি। তাই মনে করা হচ্ছে হয়ত এবার অবসর ঘোষণা করতে পারেন এই বর্ষীয়ান পেসার। এবারে দেখার অস্ট্রেলিয়া সফরের আগে দিল্লির হয়ে আবারও রঞ্জি খেলতে মাঠে নামেন কিনা কিংবদন্তি বিরাট কোহলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version