ক্রিকেট

রাহানেদের চ্যাম্পিয়ন হওয়ার অপেক্ষা দীর্ঘায়িত করছে বিধর্ভ

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ৪২তম রঞ্জি ট্রফি থেকে আর মাত্র কয়েক কদম দূরে রয়েছে মুম্বই। তবে করুন নায়ার এবং অক্ষয় ওয়াদকারের অনবদ্য লড়াইয়ে রঞ্জি ফাইনাল গড়ালো পঞ্চম দিনে। প্রথম ইনিংসে মুম্বই বড় রান করতে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান তোলের অজিঙ্কা রাহানেরা। মুম্বই বোলারদের দাপটে মাত্র ১০৫ রানে বিদর্ভের প্রথম ইনিংস গুটিয়ে গেলেও, তারা হাল ছাড়েনি দ্বিতীয় ইনিংসে। ৫৩৮ রানের পাহাড় প্রমাণ লক্ষ্যমাত্রার সামনেও বুক চিতিয়ে লড়ছে বিদর্ভ। চতুর্থ দিনের শেষে তাঁদের রান ৫ উইকেটে ২৪৮।

জিততে হলে এখনও ২৯০ রান করতে হবে বিদর্ভকে। পঞ্চম দিনে মুম্বই বোলারদের সামনে কাজটা খুব একটা সহজ হবে না। তবুও কুর্ণিশ জানাতেই হয় বিদর্ভের ব্যাটারদের। শুরুর দিকে দ্রুত উইকেট হারিয়েও হাল ধরেন মাঝের সারির ব্যাটাররা। করুন নায়ার (৭৪) একটি দায়িত্বশীল ইনিংস খেললেন। দিনের শেষে ক্রিজে অপরাজিত রয়েছেন অক্ষয় ওয়াদকার (৫৬) এবং হর্শ দুবে (১১)। পঞ্চম দিনে অধিনায়ক ওয়াদকারের কাছ থেকে মাটি কামড়ানো লড়াই আশা করবে বিদর্ভের সমর্থকেরা। অন্যদিকে, ৪২তম রঞ্জি ট্রফি জয়ের মুকুট পড়তে তাঁদের প্রয়োজন মাত্র পাঁচটি উইকেট। এখন দেখার বিদর্ভের লড়াই আরও কতটা দীর্ঘায়িত করতে পারে মুম্বইয়ের ট্রফি জয়ের অপেক্ষা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version