ক্রিকেট
মাঠে নামার আগেই লড়াই শুরু ভারত-ইংল্যান্ডের
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মাঠে নামার আগেই মাঠের বাইরে লড়াই শুরু ভারত বনাম ইংল্যান্ড। ইংল্যান্ড ক্রিকেটারের ভিসা না পাওয়া নিয়ে ভারত ও ইংল্যান্ডের মধ্যে বাকযুদ্ধ শুরু হয়ে গিয়েছে। ভারতের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইতিমধ্যেই ভারতে পা রেখেছে ইংল্যান্ড ক্রিকেট দল। কিন্তু ভিসা সমস্যার জন্য ভারতে আসতে পারেননি ইংল্যান্ডের তরুণ স্পিন বোলার শোয়েব বশির। আবু ধাবি থেকে ভারতে এসেছেন বেন স্টোকসরা। প্রথম টেস্ট শুরু বৃহস্পতিবার। কিন্তু বশিরের ভিসা সমস্যা জল্পনা বাড়িয়েছে। ইতিমধ্যেই ব্রিটিশ সরকারের পক্ষ থেকে এই বিষয় একটি বার্তা দেওয়া হয়।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এই বার্তাতে বলেছেন “আশা করব ভিসার ক্ষেত্রে সব ব্রিটিশ নাগরিকের সঙ্গে সমান ব্যবহার করবে ভারত। এর আগেও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকদের ভিসা পাওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছে। লন্ডনে ভারতীয় দূতাবাসে সেটা জানানো হয়েছে।” বশিরের ভিসা সমস্যা নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। তিনি বলেন ” অধিনায়ক হিসাবে এমন ঘটনায় আমি হতাশ। এর আগেই বহু ইংল্যান্ড ক্রিকেটারের সাথে এই ঘটনা ঘটেছে। বশিরের মত তরুণ ক্রিকেটারের সাথে এমন ঘটনা ঘটায় খুব খারাপ লাগছে। দলে সুযোগ পেয়েও ভারতের বিরুদ্ধে খেলতে পারবে না। এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারেনা।” ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে আসার আগে আবু ধাবিতে প্রস্তুতি সফর সেরেছে ইংল্যান্ড দল। ইংল্যান্ড শিবির সূত্রে জানা গিয়েছে, ভিসার জন্য প্রয়োজনীয় কাগজ-পত্র জমা দিতে দেরি করেছিলেন বশির। আর সেই কারণেই ভারতে আসার ভিসা পেতে সমস্যা হচ্ছে তাঁর।