আন্তর্জাতিক ক্রিকেট

বিশ্বজয়ের মঞ্চে আজ ভারতই এগিয়ে, তবুও ভাবাচ্ছে অতীত!

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টানা দশ ম্যাচে জয়। এগারো নম্বর হার্ডেলটা টপকাতে পারলেই আরও একবার বিশ্বসেরার মুকুট উঠবে রোহিত, কোহলিদের মাথায়। কিন্তু সামনে প্রবল শক্তিধর অস্ট্রেলিয়া। প্রতিযোগিতার শুরুতে একটা সময় পরপর তিন ম্যাচ হেরে প্রশ্নের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে প্যাট কামিন্সরা। তবুও পারফর্মেন্সের দিক থেকে অনেক এগিয়ে ভারত। ব্যাটিং-বোলিংয়ে অজিদের টেক্কা দিতে প্রস্তুত মেন ইন ব্লু। শামি-বুমরার আগুনে বোলিংয়ের সামনে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ওয়ার্নাররা।

অন্যদিকে ভারতের ব্যাটিংয়ে রোহিত শর্মা যে আক্রমণাত্মক ভাবে শুরু করছেন তাতে মিডল অর্ডারের উপর চাপ কমছে। খাতায় কলমে এগিয়ে থাকলেও অতীতের স্মৃতি ভাবাচ্ছে ভারতকে। ২০০৩ বিশ্বকাপ ফাইনালে এমনই দিনে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল সৌরভ গাঙ্গুলীর দলকে। সময় পেরিয়েছে, তারপর বিশ্বকাপও জিতেছে ভারত। তবে তারপর থেকে বিশ্বসেরা হওয়ার শেষ ধাপে এই প্রথমবার অস্ট্রেলিয়ার সামনে ভারত।

যদিও এবছর যে দুরন্ত ফর্মে রয়েছে ভারত তাতে চিন্তায় থাকার কিছু নেই। প্রতিটি দলের বিরুদ্ধেই আধিপত্য রেখে ম্যাচ জিতেছে ভারত। এমনকি গ্রুপ স্টেজের ম্যাচেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেতে কোন সমস্যাই হয়নি রোহিত শর্মাদের। এখন দেখার শেষ হার্ডেলটা টপকাতে নিজেদের সেরাটা উজার করে দিতে পারে কিনা মেন ইন ব্লু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version