আন্তর্জাতিক ক্রিকেট

IND vs NZ: দলের নেতৃত্ব ছাড়লেন টিম সাউদি

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: হাতে আর মাত্র ১৪ দিন। তার পরেই শুরু হতে চলেছে ভারত বনাম নিউজিল্যান্ডের টেস্ট সিরিজ। বাংলাদেশকে হারিয়ে ইতিমধ্যেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে রোহিত, অশ্বিন, জাদেজারা। তারই মাঝে নিউজিল্যান্ড দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন দলের অভিজ্ঞ পেস বোলার টিম সাউদি।

ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। ১৬ই অক্টোবর থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড টেস্ট সিরিজ। তার আগে, শ্রীলঙ্কা সিরিজে হারের ধাক্কায় দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন সাউদি। ২০২০ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের লাল বলের অধিনায়ক ছিলেন সাউদি। তার অধিনায়কত্বে নয়টি টেস্ট ম্যাচ খেলেছে নিউজিল্যান্ড। তিনি জানিয়েছেন, “দলের ভালোর জন্যই এই সিদ্ধান্ত নিলাম। নিজের দেশের হয়ে নেতৃত্ব দেওয়াটা সবসময়েই আমার কাছে সম্মানের। আমি সবসময় দলকে সবার প্রথম অগ্রাধিকার দিয়েছি। তবে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানো দলের ভালোর জন্যই। আমি চাই আরও ভালো খেলতে, টেস্ট ম্যাচে আর বেশি উইকেট নিতে।” তবে এবারে লাল বল ক্রিকেটে, দলকে নেতৃত্ব দেবেন টম লাথাম।

দুবারের অধিনায়কত্বে মোট ১৪টি টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন সাউদি। যার মধ্যে জিতেছেন ছয়টি, হেরেছেন ছয়টি এবং ড্র হয়েছে দুটি। কিন্তু অধিনায়কত্বের চাপ নিয়ে জোড়ে বোলার হিসেবেও ভাল খেলতে পারেননি ৩৫ বছর বয়সি সাউদি। শ্রীলঙ্কা সফরে ৪৯ ওভার বল করে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি। এছাড়াও এই ১৪টি ম্যাচে সাউদু নিয়েছেন মাত্র ৩৫টি উইকেট। ফলে দলের অভিজ্ঞ জোড়ে বোলারের এই প্রদর্শনের জন্য অনেকটা সমস্যা হয়েছে নিউজিল্যান্ড দলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version