আন্তর্জাতিক ক্রিকেট

SA vs IND: তিলক ঝরে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা। সিরিজে এগিয়ে ভারত…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬১ রানের ব্যবধানে হারিয়ে জয় তুলে নিয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩ উইকেটে ম্যাচ জিতে সিরিজে সমতায় ফেরে দক্ষিণ আফ্রিকা। বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে, খেলা চলে শেষ ওভার পর্যন্ত। অবশেষে তিলক বর্মার শতরান এবং অভিষেক শর্মার অর্ধশত রানের ইনিংসের দাপটে, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সিরিজে এগিয়ে যায় ভারত। এদিন আন্তর্জাতিক ক্রিকেটে জীবনের প্রথম শতরানের ইনিংস খেললেন তিলক। টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরানের ইনিংস খেলেন মার্কো জানসেনও।

গত ম্যাচে হারের পর বুধবার, জয় দিয়ে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য ছিল সার্যকুমার যাদবদের। এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এডেন মার্করাম। তবে প্রথম বোলিংয়ের সুবিধে প্রোটিয়া বোলারদের নিতে দেননি ভারতীয় ব্যাটসম্যানরা। প্রথম থেকেই ব্যাট হাতে বিধ্বংসী খেলা খেলেন তিলক বর্মা এবং অভিষেক শর্মা। এরই পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান হাঁকালেন তিলক বর্মা। অপরদিকে মাত্র ২৫ বলে ৫০ রানের বিধ্বংসী ইনিংস খেলেন অভিষেক শর্মা। বাকি ব্যাটাররা রান না পেলেও, এই দুই বিধ্বংসী ব্যাটসম্যানদের উপর নির্ভর করেই ২০ ওভার শেষে ২১৯ রানের লক্ষ্যে পৌঁছয় ভারত।

ভারতীয় টপ অর্ডারের মত বিধ্বংসী ব্যাটিং করতে পারেননি দক্ষিণ আফ্রিকা ব্যাটাররা। এছাড়াও মাঠে প্রচণ্ড পিঁপড়ের দাপটের কারণে প্রায় আধঘন্টা বন্ধ থেকে ম্যাচ। ম্যাচ শুরুর পর থেকেই একের পর এক উইকেটের পতন ঘটতে থাকে দক্ষিণ আফ্রিকার। এদিন ম্যাচে ক্লাসেন এবং মার্কো জানসেন ছাড়া আর কেউই সেরকমভাবে দাগ কাটতে পারেননি। প্রোটিয়া ব্যাটিংকে ভালোভাবে সমস্যায় ফেলেছে ভারতীয় বোলাররা। এছাড়া দুরন্ত ব্যাটিংয়ের জেরে টি-টোয়েন্টিতে প্রথম অর্ধশতরান হাঁকালেন জানসেন। তবে শেষরক্ষা করতে পারেননি তিনি। অবশেষে ১১ রানে ম্যাচ জিতে সিরিজে ২-১ এ এগিয়ে জয় মেন ইন ব্লুজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version