আন্তর্জাতিক ক্রিকেট

ইমার্জিং এশিয়া কাপের জন্য প্রস্তুত ভারতের ছোটরা

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে বসতে চলেছে ছোটদের এশিয়া কাপ ক্রিকেটের আসর। সোমবার ইমার্জিং এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। এই প্রতিযোগিতায় ভারত ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন তিলক বর্মা। মোট আটটি দল নিয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে আয়োজিত হবে এবারের প্রতিযোগিতা। আটটি দলকে মোট দুটি গ্রুপে ভাগ করা হয়েছে যেখান থেকে প্রথম দুটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। গ্রুপ ‘বি’ তে ভারত ‘এ’ দলের সঙ্গে রয়েছে পাকিস্তান ‘এ’, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমান। অন্যদিকে, গ্রুপ ‘এ’-তে রয়েছে আফগানিস্তান ‘এ’, বাংলাদেশ ‘এ’, শ্রীলঙ্কা ‘এ’ এবং হংকং।

১৯ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে ভারতের ছোটরা। এরপর ২১ অক্টোবর আমিরশাহির বিরুদ্ধে এবং ২৩ অক্টোবর ওমানের বিরুদ্ধে খেলবেন তিলক-অভিষেকরা।

এক নজরে ১৫ সদস্যের ভারত-এ দল: তিলক বর্মা (অধিনায়ক), অভিষেক শর্মা (সহ-অধিনায়ক), প্রভশিমরন সিংহ (উইকেটরক্ষক), হৃত্বিক শোকিন, রাসিক সালাম, রমনদীপ সিংহ, নিশান্ত সিন্ধু, আয়ুষ বাদোনি, অনুজ রাওয়াত (উইকেটরক্ষক), নেহাল ওয়াধেরা, সাই কিশোর, রাহুল চাহার, বৈভব অরোরা, অনশুল কাম্বোজ এবং আকিব খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version