আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: দুরন্ত ব্যাটিং করার ফল পেলেন তিলক
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম ম্যাচে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতায় ফিরেছিল দক্ষিণ আফ্রিকা। তৃতীয় ম্যাচে আবারও জয় পেল ভারত। ফলে ২-১ এ সিরিজে এগিয়ে মেন ইন ব্লুজরা। এদিন ম্যাচে বাকি ব্যাটাররা রান না পেলেও বিধ্বংসী ব্যাটিং করলেন তিলক বর্মা। তার ব্যাটিংয়ের দাপটের সামনে টিকতে পারেননি দক্ষিণ আফ্রিকান বোলাররা। যার ফলে টি-টোয়েন্টিতে আরও উপরের দিকে ব্যাটিং করতে দেখা যাবে তিলক বর্মাকে, একথা জানিয়ে দিলেন অধিনায়ক সূর্য়কুমার যাদব।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে নিয়মিত চার নম্বরে ব্যাট করতে নামতেন তিলক। ভারতীয় দলে আসার পরেও সেই চার নম্বরই ছিল তাঁর জায়গা। তবে বুধবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তাঁর করা দুরন্ত ৫৬ বলে ১০৭ রানের ইনিংসের জেরে, ব্যাটিং অর্ডারে এবারে তিন নম্বর স্থানে নিজের জায়গা পাঁকা করে ফেললেন তিলক। এই জায়গায় ব্যাট করতে নামতেন দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে তিলকের দুরন্ত ব্যাটিংয়ের জন্য নিজের জায়গা ছেড়ে দিতে দ্বিধাবোধ করলেননা সূর্যকুমার।
বুধবার শতরানের পর ম্যাচের সেরা হয়েছেন তিলক। তাঁকে প্রশংসা করে অধিনায়ক সুর্যকুমার বলেন, “ওর খেলায় আমি খুব খুশি। গত ম্যাচের পর তিলক আমায় বলেছিল যে ওকে তিন নম্বরে নামানো যাবে কিনা। এই ম্যাচে ওকে তিন নম্বরে পাঠানোর পর আমি জানতাম যে নিজের কাজটা খুব ভালোভাবেই করবেন তিলক। এবারে দুরন্ত ব্যাটিং প্রদর্শনের ফলে তিন নম্বরে নিজের জায়গা পাকা করে ফেললো ও নিজেই। এবার থেকে এই জায়গায় নিয়মিত খেলবে তিলক”। তবে অধিনায়ককে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি তিলক। তিনি বলেন, “অধিনায়ক আমায় ম্যাচ শুরুর আগে তিন নম্বরে নামার কথা জানিয়েছিলেন। এতে সমস্ত কৃতজ্ঞ প্রাপ্য অধিনায়কেরিই। তবে আমি চেষ্টা করব যত সম্ভব ছোটখাটো ভুলগুলোকে শুধরে ভাল খেলার”।