আন্তর্জাতিক ক্রিকেট
অশ্বিনকে কেন সর্বকালের সেরা বলেছেন, ব্যাখ্যা করলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: বিরাট কোহলি ভারতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার পরে, পুরোপুরি দলের অধিনায়কত্ব নিজের হাতে আসার পরে রোহিত শর্মার জয়ের রথ যেন থামতেই চাইছে না। শুরু করেছিলেন সীমিত ওভারে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করা দিয়ে। সেই সাফল্য চলছে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে। এদিন নিজেদের প্রতিবেশী দেশকে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হারাল ভারত। সাথে সাথে ঘরের মাঠে টানা তিনটি গোলাপি বলে টেস্ট ম্যাচ জিতল রোহিত ব্রিগেড।
সিরিজ জয়ের পরে রোহিত এদিন প্রত্যেককে কর্তৃত্ব দিলেন। আর তিনি সবথেকে বেশি প্রশংসা করলেন দলের তারকা অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিনের। কয়েকদিন আগেই একটি সাক্ষাৎকারে রোহিত অশ্বিনকে ‘সর্বকালের সেরা’ আখ্যা দিয়েছিলেন। এরপর অশ্বিন সে কথা শুনে জানান যে, তিনি এক কথায় ‘বাকরুদ্ধ’। ম্যাচের পরে এদিন সঞ্চালক সেই প্রসঙ্গ তোলায় রোহিত বলেন,”দেখুন এটা আমার ব্যক্তিগত অনুভূতি। আমি যখনই ওকে বল দিই, ও দলের হয়ে ম্যাচ জেতানোর মত খেলে। এখনও বেশ কয়েক বছর ওর খেলা বাকি। দলের সামনে বেশ কয়েকটি কঠিন সিরিজ রয়েছে। আশা করি মানসিক ভাবেও ও খুব ভাল জায়গায় রয়েছে। ফলে আগামিদিনে ওর থেকে আরও ভাল পারফরম্যান্স দেখতেই পারি।” এদিন রোহিত যখন এ কথা বলছিলেন তখন চুপচাপ মাথা নিচু করে সে কথা মন দিয়ে শুনছিলেন রোহিতের এই বিশ্বস্ত সৈনিক।
প্রথম টেস্টে ভারতের হয়ে অনবদ্য পারফর্ম করেন রবীন্দ্র জাদেজা। দ্বিতীয় টেস্টে তিনি সে ভাবে নিজেকে মেলে ধরতে না পারলেও বল হাতে শ্রীলঙ্কা ব্যাটারদের বেশ চাপে রেখেছিলেন তিনি। জাদেজার পারফরম্যান্স নিয়ে বলতে গিয়ে রোহিত বলেন,”ও যখনই দলে থাকে, তাতে দল আরো শক্তিশালী হয়ে ওঠে। একজন ব্যাটসম্যান হিসেবে ও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। আর বোলারা আর ফিল্ডার হিসেবে জাদেজার তো জুড়ি মেলা ভার। আসলে ও একটা প্যাকেজ, যার থেকে আপনি সবকিছু পাবেন।”