আন্তর্জাতিক ক্রিকেট
ম্যাচের সেরা হয়ে আইসিসিকে বিদ্রুপ স্মৃতির…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক : ম্যাচের সেরা বাসাটা মাঝে মাঝে খুবই কঠিন হয়ে পড়ে এ নির্বাচকদের জন্য। যদি একই ম্যাচে একের বেশি খেলোয়াড় দুরন্ত পারফরম্যান্স করে, তাহলে কার্যত হিমশিম খেতে হয় নির্বাচকদের। যেমন খেতে হল মহিলা বিশ্বকাপে ভারত – ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের পর।
নিউজিল্যান্ডের কাছে প্রথম ম্যাচে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছিলেন স্মৃতি মন্দনা। কিন্তু ভারতীয় মহিলা ক্রিকেট ঘুরে দাঁড়ালো দ্বিতীয় ম্যাচেই। ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিল ১৫৫ রানে। প্রথমে ব্যাট করে ৩১৭ রান করে ভারত। স্মৃতি মন্ধনা ১২৩ এবং হারমানপ্রীত কৌর ১০৯ রান করেন। জবাবে ব্যাটিং করতে নেমে সামান্যতম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বড় ব্যবধানে জিতে ভালো জায়গায় পৌঁছে গেল ভারত। ম্যাচের পর আইসিসি তরফে ম্যাচের সেরা পুরস্কার দেওয়া হয় স্মৃতি মন্ধনাকে। আর এরপর এই স্মৃতি ডেকে নেন হারমানপ্রীতকে। ম্যাচের সেরা পুরস্কার ভাগাভাগি করে নেন। তারপরে বিদ্রুপ ছুড়ে দেন আইসিসি-এর দিকে।
তিনি বলেন, ‘আমার মত হারমানপ্রীতও এই পুরস্কারের দাবিদার। আর আমি আশাকরি দুজনকে ম্যাচের সেরার পুরস্কার দেওয়ার মত অর্থ আইসিসি’র আছে।’