আন্তর্জাতিক ক্রিকেট
সাংবাদিকদের সম্পর্কে একি বললেন ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের সদ্য প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বর্তমান ক্রিকেটারদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্কে খুব একটা খুশি নন। শাস্ত্রী মনে করেন যে কোনও ক্রীড়াবিদের সঙ্গে একজন সাংবাদিকের সম্পর্ক অবশ্যই মধুর হওয়া উচিত।
প্রসঙ্গত সদ্য ভারতীয় টেস্ট দল থেকে বাদ পরার পরে বাংলার উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে সাক্ষাৎকার না দেওয়ার কারণে হুমকি দেন এক সাংবাদিক। এরপরে ঋদ্ধি সেই সাংবাদিকের পাঠানো মেসেজের স্ক্রিনশট পোস্ট করে দেন সোশ্যাল মিডিয়ায়। তাই নিয়ে তুমুল হইচই হয়। আর এর মাঝেই সাংবাদিকদের সঙ্গে ক্রিকেটারদের সম্পর্ক কেমন হওয়া উচিত তা নিয়ে মুখ খুললেন শাস্ত্রী।
মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন,”আমার ধারণা অনেক কিছু এখন বদলে গেছে। আমরা যখন ভারতের হয়ে খেলতাম তখন ব্যাপারটা অন্যরকম ছিল আর আমাদের সঙ্গে সাংবাদিকদের সম্পর্ক মধুর ছিল। সে সময় আমাদের মধ্যে দারুন বোঝাপড়াও থাকত। গত সাত বছর আমি ভারতীয় ক্রিকেট টিমের সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করেছি। তাই আমি বর্তমান ক্রিকেটারদের দোষ দিতে চাই না, কারণ ওদের অনেক বেশি প্রচারের আলোয় থাকতে হয়।” শাস্ত্রী আরও যোগ করেছেন,”আমরা যখন খেলতাম সেসময় ছিল শুধুমাত্র সংবাদপত্র আর দূরদর্শন। আর বর্তমানে সংবাদমাধ্যমের সংখ্যা অনেক বেড়ে গেছে। রয়েছে অনেক টিভি চ্যানেল। সেখানে সবাই খেলার খবর, ক্রিকেটারদের খবর পরিবেশন করে। সত্য ঘটনার পাশাপাশি অনেক সময় কিছু অসত্যও পরিবেশিত হয়।’’