আন্তর্জাতিক ক্রিকেট

বেঙ্গালুরু টেস্টের আগে জাদেজাকে নিয়ে করা অদ্ভুত প্রশ্নের বুদ্ধিদীপ্ত উত্তর বুমরাহর…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: দীর্ঘদিন পরে চোট সরিয়ে ভারতীয় দলে ফিরে শ্রীলঙ্কার বিরুদ্ধে সদ্য সমাপ্ত প্রথম টেস্ট ম্যাচে অনবদ্য পারফরম্যান্স করেছিলেন ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। প্রধানত তার কারণেই ভারত প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ইনিংস এবং ২২২ রানে হারায়। আর তার এই অনবদ্য অল রাউন্ড পারফরম্যান্সের পুরস্কার স্বরূপ জাদেজা আইসিসির ক্রমতালিকায় অলরাউন্ডের মধ্যে এক নম্বরেও উঠে এসেছেন।

প্রসঙ্গত এর আগে চোটের কারণে দীর্ঘদিন ভারতীয় দলের বাইরে ছিলেন জাদেজা। তিনি দক্ষিণ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে পারেননি। তবে চোট সারিয়ে কাম ব্যাক করে নিজের প্রথম ম্যাচেই তিনি ব্যাট হাতে অপরাজিত ১৭৫ রান এবং বল হাতে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট তুলে নেন। এমন পারফরম্যান্স করে তিনি একাধিক রেকর্ডও গড়েন।টেস্ট ক্রিকেটে সাতে ব্যাট করতে নেমে ভারতের হয়ে সর্বোচ্চ রানের মালিক এখন তিনিই। এর পাশাপাশি, প্রথম ক্রিকেটার হিসাবে এক টেস্টে ১৫০-র অধিক রান করার পাশপাশি ৯টি উইকেট নেন তিনি।

এমন অবস্থায় বেঙ্গালুরুতে দিন-রাতের টেস্টে জাদেজা যে ভারতীয় দলের প্রথম একাদশে থাকবেন তা বলাই বাহুল্য। তবে যেহেতু তিনি সদ্য চোট সারিয়ে দলে ফিরেছেন, তাই দ্বিতীয় ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন আসে যে টিম ম্যানেজমেন্ট কি জাদেজাকে বিশ্রাম দিতে পারে দ্বিতীয় ম্যাচে? এদিন সাংবাদিক সম্মেলনে এসেছিলেন ভারতীয় টেস্ট দলের সহ-অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এই প্রশ্নের তিনি বেশ মজার উত্তর দিয়েছেন। বুমরাহ বলেন,”দেখুন আমি আজ অবধি এমন কোনও ক্রিকেটারকে দেখিনি যে এমন একটি পারফরম্যান্সের পরে মাঠের বাইরে বসতে চাইবে। ও আগের ম্যাচের পারফরম্যান্সের পুনরাবৃত্তি ঘটানো তো বটেই, বরং তার থেকেও ভাল করতে চাইবে।”এর পাশাপাশি বর্তমান সূচি অনুযায়ী এই টেস্ট ম্যাচটিই এবছর ভারতের ঘরের মাঠে খেলা শেষ টেস্ট ম্যাচ। তাই নিজেদের ঘরোয়া মরশুম অবশ্যই ভারত সিরিজ জিতে শেষ করতে চাইবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version