আন্তর্জাতিক ক্রিকেট

‘হুমকি’ প্রসঙ্গে ঋদ্ধিমানের পাশে প্রাক্তনীরা; বিসিসিআই জানতে চাইল সেই সাংবাদিকের নাম…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: কে সেই সাংবাদিক যিনি ভারতীয় দলের উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে হুমকি দিয়েছেন? এবারে সেই সাংবাদিককে খুঁজে বার করার দায়িত্ব বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় কে নেওয়ার দাবি জানালেন ভারতীয় দলের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রী। ঋদ্ধিকে এমন হুমকি দেওয়ার পরে তার পাশে এসে দাঁড়িয়েছেন বীরেন্দ্র শেওয়াগ, প্রজ্ঞান ওঝা, হরভজন সিং, আরপি সিংয়ের মত ক্রিকেটাররা। আর এর পরেই এবারে নড়েচড়ে বসল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। সূত্র মারফত জানা যাচ্ছে বিসিসিআই ঋদ্ধির থেকে সেই সাংবাদিকের নাম জানতে চেয়েছে। ‌আর তার পরেই নাকি এই বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত শনিবার রাতে এক সাংবাদিক ঋদ্ধিকে প্রচন্ড অসম্মানিত করে মেসেজ পাঠান। সেখানে সেই সাংবাদিক প্রথমে তাকে লেখেন,”আমার সঙ্গে একটা ইন্টারভিউ করো। তাতে তোমার জন্য ভালো হবে।” তারপর এক মিনিটের মধ্যেই আবার একটি মেসেজ, তাতে ঋদ্ধিকে বলা হচ্ছে,”ওরা (বোর্ড) একজন উইকেটকিপার বেছে নিয়েছে, যে সেরা উইকেটকিপার। তুমি ১১ জন সাংবাদিককে বেছে নেওয়ার চেষ্টা করছ, যাঁরা আমার কাছে সেরা নয়। এমন কাউকে বেছে নাও, যে তোমায় সব থেকে বেশি সাহায্য করতে পারবে।”

যদিও তাকে দেওয়া “হুমকির” সে এখানেই নয়। এরপর সেই সাংবাদিক ঋদ্ধি কে ফোন করেন। যদিও তিনি তা ধরেননি। এরপরই প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওই সাংবাদিক ঋদ্ধিমানকে লেখেন,”তুমি আমাকে ফোন করলে না। এরপর আমি কখনও তোমার ইন্টারভিউ নেব না।আমি একেবারেই অপমান মেনে নিই না এবং এটা আমি মনে রাখব। এটা তোমার করা উচিত হয়নি।”

এরপরে তাকে দেওয়া সেই হুমকির স্ক্রিনশট পোস্ট করেন ঋদ্ধিমান। যদিও সেই সাংবাদিকের নাম সেখানে প্রকাশ করেননি তিনি। নিজের টুইটার হ্যান্ডেলে সেই স্ক্রিনশট পোস্ট করে তিনি লেখেন,”ভারতীয় ক্রিকেটে এতদিন পর্যন্ত আমার যাবতীয় অবদানের পরে তথাকথিত শ্রদ্ধেয় সাংবাদিকের থেকে এ রকম বিষয়ের সম্মুখীন হতে হচ্ছে। এই পর্যায় নেমে গিয়েছে সাংবাদিকতা।”

এই ঘটনার পরে নেটিজেনরা ঋদ্ধির পাশে দাঁড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারা জানান ঋদ্ধিমান যাতে অবিলম্বে সেই সাংবাদিকের নাম প্রকাশ করেন। যদিও ঋদ্ধি এখনও কারও নাম প্রকাশ করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version