ক্রিকেট

বর্ষসেরা ক্রিকেটারদের পুরষ্কৃত করল ভারতীয় ক্রিকেট বোর্ড

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: আইসিসির বর্ষসেরা একাদশ ঘোষণার দিনেই দেশের সেরা ক্রিকেটারদের পুরস্কৃত করল ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। কোভিডের জন্য গত কয়েক বছর এই অনুষ্ঠান আয়োজন থেকে বিরত ছিল বিসিসিআই। তাই গত চার মরশুমের পুরষ্কার একসঙ্গে তুলে দেওয়া হল ক্রিকেটারদের হাতে। মঙ্গলবার হাদ্রাবাদে বিসিসিআইয়ের এই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বেন স্টোকস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সিকে নাইডু লাইফ টাইম এচিভমেন্ট পুরস্কারে ভূষিত হলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন ভারতীয় উইকেটকিপার ব্যাটার ফারুখ ইঞ্জিনিয়ার।

২০২২-২৩ মরশুমে সেরা আন্তর্জাতিক ক্রিকেটারের পলি উমরিগড় পুরস্কার পেলেন শুভমন গিল, যশপ্রীত বুমরা এবং রবিচন্দ্রন অশ্বিন। ২০১৯-২০ মরশুমের জন্য এই পুরষ্কারে ভূষিত হয়েছেন বাংলার বোলার মহম্মদ শামি। ২০২২-২৩ এবং ২০১৯-২০ মরশুমের সেরা মহিলা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা। ২০২০-২১ এবং ২০২১-২২ মরসুমের জন্য পুরস্কৃত হয়েছেন স্মৃতি মন্ধানা। আন্তর্জাতিক ক্রিকেটে সেরা অভিষেককারী ক্রিকেটার হয়েছেন যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল এবং ময়ঙ্ক আগরওয়াল। মহিলা ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ উইকেট সংগ্রহ করে শিরোপা জিতলেন দেবিকা বৈদ্য। ২০২০-২১ মরসুমের জন্য এই পুরষ্কার জিতলেন ঝুলন গোস্বামী। ২০২২-২৩ মরসুমে সব থেকে বেশি রান করার জন্য পুরস্কার পেয়েছেন জেমাইমা রডরিগেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version