ক্রিকেট

সমালোচকদের এক হাত বুমরাহের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – পাকিস্তানের বিরুদ্ধে ছোট ছোট তিনটি স্পেল। আর তাতেই কুপোকাত বাবর আজমের দল। রবিবার নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল তাঁদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ১১৯ রান ডিফেন্ড করতে সক্ষম হয়। আর তার পিছনে সবথেকে বড় কারণ হলেন জসপ্রীত বুমরাহ। নিজের প্রথম স্পেলে বাবর, দ্বিতীয় স্পেল্লে মহম্মদ রিজওয়ান এবং তৃতীয় এবং শেষ স্পেলে ইফতিকার আহমেদ। এই তিনটি গুরুত্বপূর্ণ উইকেটে নিয়েছেন বুমরাহ।

এমন সময় এই তিনটি উইকেট তিনি নিয়েছেন যেখান থেকে আর জেতার রাস্তায় ফিরতে পারেনি পাকিস্তান। চার ওভার বল করে মাত্র ১৪ রান দিয়ে ৩ টি উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন বুমরাহ। যদিও ভারতকে ৬ রানে জিততে সাহায্য করেও, একসময়ে অনেকের করা বিদ্রুপ ভুলছেন না ভারতীয় দলের এই তারকা জোরে বোলার।

প্রসঙ্গত ২০২২ সালের প্রায় পুরো সময়টাই চোটের কারণে মাঠে নামতে পারেননি বুমরাহ। কয়েক দিনের জন্য মাঠে ফিরে ফের একবার পিঠের ব্যথা নিয়ে ছিটকে যান তিনি। সেই সময় অনেকেই ভেবেছিলেন আর হয়তো মাঠে ফিরতে পারবেন না বুমরাহ। সেই নিয়ে প্রশ্ন করা হলে পাকিস্তান ম্যাচ জিতিয়ে বুমরাহ বলেন,”এক বছর আগেও অনেকেই বলত আমি হয়তো আর মাঠে ফিরতে পারবো না, আমার কেরিয়ার শেষ। ভারতকে আমার আর কিছু দেওয়ার নেই। এখন আবার তাঁরা অন্য কথা বলছেন, আমার প্রশংসা করছেন।”

যদিও নিন্দুকরা কী বলছেন সেই ব্যাপারে একেবারেই ভাবতি নন বুমরাহ। তিনি বলছেন,”আমি সবসময় নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি এবং লড়াই করেছি। এখন আমি শুধু নিজের খেলায় মন দিই। বাইরে কি হচ্ছে আমি সেই ব্যাপারে আর খোঁজ রাখি না। আমি জানি দেশকে জেতাতে পারলে, আমাকে সকলে মনে রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version