ক্রিকেট

বিরাটের পাশে দাঁড়ালেন ক্রিস গেইল

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক – শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং দক্ষিণ আফ্রিকা। টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের আগে সাংবাদিক সম্মেলনে দুই প্রতিপক্ষকে নিজের মত প্রকাশ করলেন ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ক্রিকেটার ক্রিস গেইল। দুটি দলই অপরাজিত থেকেই ফাইনালে উঠেছে। একদিকে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য প্রথম বিশ্বকাপ ঘরে তুলে চোকার্স তকমা ঘোচানো।

অন্যদিকে, ভারতের লক্ষ্য দীর্ঘদিনের আইসিসি ট্রফি খরা কাটানো। গেইলের মতে দুটি দলই অত্যন্ত শক্তিশালী এবং সমানভাবে জয়ের দাবিদার। তিনি মনে করছেন বিশ্বকাপ ফাইনালে বড় রানের ম্যাচ হতে চলেছে। দুই দলেরই ব্যাটিং এবং বোলিং অত্যন্ত শক্তিশালী। তাই লড়াইটা যে সহজ হবে না, এমনটাই মনে করছেন ক্রিস গেইল।

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় তারকা ব্যাটারের পাশে দাঁড়িয়ে ক্রিস গেইল বললেন “বিরাট খুব বড় মাপের ক্রিকেটার। আমরা আগের বিশ্বকাপেও বিরাটের খেলা দেখেছি। এখন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এটা সবার ক্ষেত্রেই হতে পারে।” বিরাটের মত বড় মাপের ক্রিকেটার ফাইনালে নিজেকে প্রমাণ করতে চাইবেন বলেই মনে করছেন প্রাক্তন ক্যারিবিয়ান।

পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের পারফরম্যান্স নিয়েও আশাহত হয়েছেন ক্রিস গেইল। তিনি সেমিফাইনালে ক্যারিবিয়ানদের দেখতে চেয়েছিলেন। সুপার এইটে ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ধারাবাহিকতার অভাবই ব্যর্থতার মূল কারণ বলে মনে করছেন গেইল।

https://raysportz.com/wp-content/uploads/2024/06/CHRIS_GAYLE.mp4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version