টিম ইন্ডিয়া
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা বিসিসিআইয়ের, ফিরলেন রাহুল-আইয়ার
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: সব জল্পনার অবসান ঘটিয়ে আসন্ন এশিয়া কাপের জন্য অবশেষে ঘোষিত হল ১৭ সদস্যের ভারতীয় দল। কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার উপস্থিতিতেই এদিন দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।
বিসিসিআই সচিব জয় শাহ আগেই জানিয়েছিলেন সম্পূর্ণ ফিট না হলে দলে জায়গা পাবেন না কোন ক্রিকেটার। আর সেই কারণেই যথেষ্ট জল্পনা ছিল কেএল রাহুল এবং শ্রেয়াস আইয়ারের প্রত্যাবর্তন নিয়ে। তবে শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় পাশ করে দলের জায়গা পেলেন দুই তারকা ক্রিকেটারই। এর পাশাপাশি দলে ফিরলেন অক্ষর প্যাটেল। নিজের বিধ্বংসী ব্যাটিংয়ের কারণে সূর্যকুমার যাদবকেও নেওয়া হয়েছে দলে। অন্যদিকে যশপ্রীত বুমরাহর পাশাপাশি দলের জায়গা পেয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণাও। যদিও টি-টোয়েন্টি দলকে যেভাবে নেতৃত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়া তাতে মোটেই খুশি ছিল না ভারতীয় ক্রিকেট বোর্ড। তাসত্ত্বেও এশিয়া কাপে সহ অধিনায়ক হিসেবে বহাল থাকছেন তিনি। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজিত আগারকার নির্বাচক কমিটির প্রধান হিসেবে দ্বিতীয় মিটিংয়ে যোগ দিয়েছিলেন সোমবার। সেখানে কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার পাশাপাশি উপস্থিত ছিলেন বেঙ্গালুরু ন্যাশনাল ক্রিকেট একাডেমির এক আধিকারিক। মূলত তার দেওয়া তথ্যের ভিত্তিতেই ক্রিকেটারদের শারীরিক ফিটনেস কতটা তা বিবেচনা করে দেখে নির্বাচকরা। পরে সাংবাদিক সম্মেলনে সরকারিভাবে ১৭ সদস্যের দল ঘোষণা করা হয়। অনেকেই মনে করছেন আসন্ন এশিয়া কাপের পর একদিনের আন্তর্জাতিক বিশ্বকাপেও এই দলকেই ধরে রাখবে বিসিসিআই।
১৭ সদস্যের ভারতীয় দলের তালিকা নিম্নরূপ:
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমন গিল, কেএল রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, প্রসিদ্ধ কৃষ্ণা
*এছাড়া ব্যাকআপ হিসেবে দলে জায়গা পেয়েছেন সঞ্জু স্যামসন।
আন্তর্জাতিক ক্রিকেট
WT20WC: প্রথম ম্যাচে লজ্জাজনক হার ভারতের
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: টি-টোয়েন্টিতে এর আগে মোট তেরোবার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। কিন্তু জয় বেশিরভাগ ক্ষেত্রেই জয় পেয়েছে নিউজিল্যান্ড। তবে ক্রিকেটভক্তদের আশা ছিল, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে হয়ত নিউজিল্যান্ডকে হারিয়েই অভিযান শুরু করবে ভারতীয় দল। কিন্তু সেটা হল না। প্রস্তুতি ম্যাচে পরপর জয় পেলেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই আটকে গেল ভারতের মহিলা ক্রিকেট দল। নিউজিল্যান্ড বোলারদের সামনে আত্মসমর্পণ করল ভারতের ব্যাটিং। ২০০৯ সাল থেকে প্রত্যেকবার টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ট্রফি ঘরে তুলতে পারেনি ভারতীয় মহিলারা।
শুক্রবার টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন তাদের দুই ওপেনার সুজি বেটস এবং জর্জিয়া প্লামার। পাওয়ারপ্লেতেই ৫০ রানের উপর স্কোরবোর্ডে রান তুলে ফেলেন কিউই ওপেনাররা। তারপর ধীরে ধীরে ম্যাচে ফেরে ভারতের বোলাররাও। পরপর দুই ওভারে তারা আউট করে দেন, নিউজিল্যান্ডের দুই ওপেনারকে। মাঝের ওভারগুলোতে যথেষ্ট ভাল বোলিং করেন ভারতীয়রা। তবে শেষের দিকে এসে মাত্র ৩৬ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কিউই অধিনায়ক সোফি ডিভাইন। সেই ইনিংসের দরুন ১৫০ রানের গণ্ডি পার করে তার দল। কুড়ি ওভার শেষে তাদের রান হয় ১৬০। অপরদিকে ভারতীয় বোলারদের মধ্যে এদিন সবথেকে সফল বোলিং করেন রেনুকা সিং। চার ওভার বল করে মাত্র সাতাশ রান দিয়ে দুটি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়াও একটি করে উইকেট পেয়েছেন আশা শোভানা এবং অরুন্ধতী রেড্ডি।
১৬১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে প্রথমেই ধাক্কা খায় ভারত। পাওয়ার-প্লে শেষ হওয়ার আগেই সাজঘরে ফিরে যেতে হয় ভারতের দুই তারকা ওপেনার স্মৃতি মান্ধানা এবং শেফালি ভার্মাকে। বেশিক্ষণ ক্রিজে থাকেন নি অধিনায়ক হরমনপ্রীতও। তাঁকে আউট করেন নিউজিল্যান্ড বোলার রোজম্যারি মায়ের। প্রথমেই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট হারিয়ে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি ভারতের ব্যাটিং। অবশেষে ৫৮ রানের বিরাট ব্যবধানে প্রথম ম্যাচেই হার স্বীকার করতে হয় হরমনপ্রীতদের। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে টিম ইন্ডিয়া। সেই ম্যাচের আগে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে অবশ্যই চাপে থাকবে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেট
প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: প্রথম প্রস্তুতি ম্যাচে ইতিমধ্যেই ওয়েস্ট ইন্ডিজের মহিলা দলকে হারিয়েছে ভারতের মহিলা ক্রিকেটাররা। এবারে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে তারা ২৮ রানে হারাল দক্ষিণ আফ্রিকাকে। এর ফলে বেশ ভাল আত্মবিশ্বাস নিয়েই মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের অভিযান শুরু করতে নামবে ভারত, তা বলাই যায়।
আগামী ৪ তারিখ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতের মহিলা ব্রিগেড। তার আগে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দুরন্ত ছন্দে রয়েছেন তারা। শেষ ম্যাচে দীপ্তি শর্মা, জেমিমা রদ্রিগেজ এবং রিচা ঘোষের দুরন্ত খেলায় ১৪৪ রান করে ভারত। রান করেন স্মৃতি মান্ধানাও।
বল করতে নেমে দুরন্ত পারফরমেন্স ভারতীয় বোলারদের। চার ওভারে তিনি দেন মাত্র ১৬ রান দেন রেণুকা সিং। অপরদিকে দীপ্তি এবং হারমনপ্রীত দুজনে মিলে তিন ওভার বল করে মাত্র ৩ রান দেন। ফলে রানরেটে অনেকটাই পিছিয়ে পড়ে দক্ষিণ আফ্রিকা। এর পাশাপাশি দক্ষিণ আফ্রিকার ওপেনার লাউড় ওয়ালভার্ড এবং তাজমিন ব্রিটজ দুরন্ত পার্টনারশিপ তৈরি করেন। কিন্তু মাঝের ওভারে ভারতের স্পিনাররা রানের গতিতে বাধা দিয়ে দেন। যার ফলে ২০ ওভারের শেষে ১১৬ রানেই আটকে যায় দক্ষিণ আফ্রিকান ব্যাটিং এবং ২৮ রানের সহজ জয় পান হারমনপ্রীত-দীপ্তিরা।
ক্রিকেট
আবারও শীর্ষস্থান ফিরে পেলেন বুমরাহ
রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: ইতিমধ্যেই বিশ্বের এক নম্বর টেস্ট বোলার যশপ্রীত বুমরাহ। কানপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে দুরন্ত ৬ উইকেট নিয়ে, রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে আবারও টেস্ট র্যাঙ্কিংয়ের উপরে উঠে এলেন বুমরাহ।
এই নিয়ে দ্বিতীয়বারের জন্য প্রথম স্থান অর্জন করলেন বুমরাহ। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে পেছনে ফেলে, টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছিলেন তিনি। ভারতের প্রথম জোড়ে বোলার হিসেবে এই জায়গায় যাওয়ার নজিরও তৈরি করেছেন তিনি। বুমরাহর আগে সর্বাধিক দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন ভারতের কিংবদন্তি অধিনায়ক কপিল দেব। এই মুহূর্তে মাত্র এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলারের জায়গাটি ধরে রেখেছেন যশপ্রীত বুমরাহ। মাত্র এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বিন।
-
আইএসএল10 months ago
বড় ধাক্কা কেরালা ব্লাস্টার্সের
-
আন্তর্জাতিক ক্রিকেট12 months ago
ICC CWC 2023: বিশ্বকাপে যুগ্ম দ্রুততম ১০০০ রোহিতের, ভাঙলেন ছয়ের রেকর্ড…
-
ফুটবল11 months ago
এএফসি কাপ আয়োজনের যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে বসুন্ধরা কিংসের বিরুদ্ধে
-
ফুটবল10 months ago
এশিয়ান কাপের সম্ভাব্য দল ঘোষণা করল ভারত
-
ফুটবল1 year ago
কলকাতায় প্রাক মরশুম প্রস্তুতি শুরু করল ইন্টার কাশি
-
ইস্টবেঙ্গল1 year ago
দলে আমূল পরিবর্তন, তবুও সুপার সিক্সের প্রথম ম্যাচেই হার ইস্টবেঙ্গলের
-
ফুটবল10 months ago
ঘরের মাঠে অসহায় আত্মসমর্পণ, এএফসি কাপে স্বপ্নভঙ্গ মোহনবাগানের
-
ফুটবল1 year ago
ফিফা বিশ্বকাপ কোয়ালিফায়ারে ভারতের প্রথম দুটি হোম ম্যাচে আয়োজনের দায়িত্ব পেল ভুবনেশ্বর এবং গুয়াহাটি