আন্তর্জাতিক ক্রিকেট

শ্রীলঙ্কা সফরে যাবেন রোহিত শর্মারা, সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: নতুন বছরে পুরনো নিয়ম বজায় রেখেই ফের শ্রীলঙ্কায় যাবে ভারতীয় ক্রিকেট দল। বুধবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ২০২৪ টি-২০আই বিশ্বকাপের পর তিনটি ওডিআই ও তিনটি টি-২০আই ম্যাচের সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়ে যাবেন রোহিত শর্মারা।

শ্রীলংকার আভ্যন্তরীণ সমস্যার কারণে আইসিসি ইতিমধ্যেই অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সরিয়ে নিয়েছে সাউথ আফ্রিকায়। কিন্তু তারপরেও জাতীয় দলের শ্রীলঙ্কা সফর অনুমোদন পেয়েছে। ২০২৪ সালে মোট ৫২টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে ভারতীয় জাতীয় দল যার মধ্যে রয়েছে ১০টি টেস্ট, ২১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ এবং ২১টি টি-২০আই ম্যাচ। টি-২০আই বিশ্বকাপের ম্যাচগুলি এই তালিকার বাইরেই রাখা হয়েছে। শ্রীলঙ্কায় সরকারের হস্তক্ষেপের কারণে আইসিসি মত পরিবর্তন করলেও ভারতীয় জাতীয় দলের সফর যে আটকাচ্ছে না তা নিঃসন্দেহে শ্রীলঙ্কার অর্থনীতিতে বড় প্রভাব ফেলবে এমনটাই আশা করছে ক্রিকেট অনুরাগীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version