ক্রিকেট
বিশ্বকাপের প্রস্তুতিতে অখুশি রোহিতরা
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যেই আমেরিকায় গিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ৫ জুন অভিযান শুরু করবেন রোহিত শর্মারা। তবে অনুশীলনের পরিকাঠামো দেখে একেবারেই খুশি হতে পারছে না ভারতীয় দল। খুব সাধারন মানের সরঞ্জাম নিয়ে অনুশীলন করতে হচ্ছে ভারতীয় দলকে। এমনটাই অভিযোগ কোচ রাহুল দ্রাবিড়ের। এছাড়াও অনুশীলনের পিচ দেখে খুশি নন অধিনায়ক রোহিত শর্মা। এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
এবার নিউ ইয়র্কের নাসাউ স্টেডিয়ামে আয়োজিত হবে বিশ্বকাপের ম্যাচ। কিন্তু সেই স্টেডিয়ামে নেই প্রস্তুতির ব্যবস্থা। তাই দলগুলোকে প্রস্তুতির জন্য দেওয়া হয়েছে ক্যান্টিগ পার্ক। মূল স্টেডিয়াম থেকে অনুশীলন গ্রাউন্ড এর দূরত্ব অনেকটাই। এছাড়াও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে ভারতীয় দল। এই বিষয়ে আইসিসির সঙ্গে কথা বলেছেন রাহুল দ্রাবিড়। যদিও শোনা যাচ্ছে, অফিসিয়ালি কোন অভিযোগ করা হয়নি।