আন্তর্জাতিক ক্রিকেট
SA vs IND: সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ অধিনায়ক সূর্য…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ক্রিকেট মহলে কান পাতলেই এখন শোনা যাচ্ছে একটাই নাম। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করার পর ভবিষ্যতের তারকাদের মধ্যে ইতিমধ্যেই নাম দাখিল করেছেন সঞ্জু স্যামসন। আর এবার সঞ্জুর প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর সতীর্থ এবং টি-২০ ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। শুধুমাত্র ব্যাটিং স্টাইল নয় বরং তাঁর আরও কিছু চারিত্রিক গুণের কথাও তুলে ধরলেন সূর্যকুমার।
অধিনায়ক সূর্য মনে করেন সঞ্জুর সাফল্যের পিছনে মূলত রয়েছে তার দায়বদ্ধতা। তিনি বলেন, “গত কয়েক বছর ধরে একনাগাড়ে যে পরিশ্রম ও করেছে এটা তারই ফসল। ও তখন ৯০-এর কোটায় দাঁড়িয়ে, তারপরেও ক্রমাগত খুঁজে যাচ্ছে বাউন্ডারি। কারণ ও নিজের জন্য নয় দলের জন্য খেলেছে। আর এটাই ওর চরিত্রের সবথেকে বড় দিক। এই গুণটাই দলের প্রত্যেক সদস্যের মধ্যে থাকা উচিত।”
প্রসঙ্গত দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার এবং হেনরিক ক্লাসেনের ক্রিজে থাকা ভারতের জন্য হয়ে উঠতে পারত বিপদজনক। ইতিহাস বলছে যে কোনও দলকে পর্যুদস্ত করার জন্য এই দুজনই যথেষ্ট। তবে অধিনায়ক সূর্য খুব ঠান্ডা মাথায় চ্যালেঞ্জের মোকাবিলা করেছেন। ১২তম ওভারে বরুণ চক্রবর্তীর হাতে বল তুলে দিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। এক ওভারেই বড় দুটি উইকেট তুলে নিয়ে ভারতকে অনেকটাই চাপমুক্ত করেছিলেন বরুণ। আর তাঁর দেখানো পথেই হেঁটেছেন রবি বিষ্ণোই। দলের এই জয়ের জন্য গোটা দলকেই ক্রেডিট দিয়েছেন অধিনায়ক।