ক্রিকেট

পরিশ্রমের ফল পাচ্ছেন সূর্য

Published

on

সৌরভ রায়; বার্বাডোজ, ২০ জুন – টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুতে প্রথম দুটি ম্যাচে ব্যর্থ হওয়ার পরে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, সূর্য কুমার যাদব কি তবে শুধুমাত্র আইপিএলেই ভালো খেলেন? যদিও প্রতিযোগিতা যত এগোচ্ছে, বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটার দেখাচ্ছেন, তিনি শুধু আইপিএলে নয়; দেশের হয়ে বড় মঞ্চেও দারুন পারফরম্যান্স করতে পারেন। প্রথমে গ্রুপ পর্যায়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠিন উইকেটে অর্ধশত রান, আর এবারে সুপার এইটের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ২৮ বলে অনবদ্য ৫৩ রান করে সূর্য বুঝিয়ে দিচ্ছেন তিনি দেশের হয়ে ভালো কিছু করার জন্যই বিশ্বকাপ খেলতে এসেছেন।

অনবদ্য ব্যাটিংয়ের সৌজন্যে ম্যাচের সেরা হয়েছেন সূর্য। কীভাবে এল তাঁর এই সাফল্য? ম্যাচের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বললেন,”এটা কঠোর পরিশ্রমের ফল। আমি জানি এখানে আমাকে কী করতে হবে। তবে আমি এই ম্যাচের সেরা পুরস্কার একজন বোলারকেও দিয়ে দিতে পারি, তাতে আমার কোনও অসুবিধা নেই। এই প্রতিযোগিতায় প্রথমবারের জন্য ভারতীয় ব্যাটার হিসেবে ম্যাচের সেরার পুরস্কার পেলাম, তাই অবশ্যই ভালো লাগছে। আমার মনে হয় নিজেদের গেমপ্ল্যান বুঝে সেই মতো খেললেই বাকি কাজটা সহজ হয়ে যায়। হার্দিক যখন ব্যাট করতে এল, তখন আমি ওকে বলেছিলাম চলো আমরা এই আক্রমণাত্মক ভঙ্গিতেই ব্যাট করি। শেষ পর্যন্ত বোর্ডে ১৮০ রান তুলতে পেরে আমরা খুশি হয়েছিলাম।”

ম্যাচ শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মা বলছেন,”শেষ দু’বছরে আমরা এখানে বেশ কয়েকবার এসেছি এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলেছি। তাই আমরা এবারে একটু ভালোভাবে তৈরি হয়ে এসেছিলাম। আমরা এখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছি এবং তারই ফল পাচ্ছে দল। আজকে ১৮০ রান তোলার পরে আমরা ভাল মতই জানতাম, আমাদের যা বোলিং লাইন-আপ তাতে সহজেই আমরা এই রান ডিফেন্ড করতে পারবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version