আন্তর্জাতিক ক্রিকেট

‘সেনা’ দেশগুলিকে তুলোধনা গাভাস্কারের

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: পিচ সমালোচকদের রীতিমতো তুলোধনা করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। তার নিশানায় উঠে আছে মূলত ‘SENA’ দেশগুলো অর্থাৎ দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার নাম।

কেপ টাউনে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচের পরেই এই মন্তব্য করেন গাভাস্কার। মাত্র পাঁচটি সেশনে শেষ হওয়া এই টেস্ট ম্যাচ এখনও পর্যন্ত টেস্ট ম্যাচের ইতিহাসে সবথেকে সংক্ষিপ্ত ম্যাচ হিসেবে গণ্য হয়েছে। কেপটাউনের নিউল্যান্ডসের পিচ নিয়ে তীব্র সমালোচনা হয়। মাত্র ৫৫ রানেই শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস, অন্যদিকে ভারত ৬ উইকেট খুইয়েছিল কোন রান যোগ না করে। তারপর ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে পিচ নিয়ে মুখ খুলেছিলেন। এর পাশাপাশি এই একই বিষয়ে সোচ্চার হয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। তবে এই অভিযোগকে একটা অজুহাত হিসেবে দেখেছেন গাভাস্কার। গত বছর ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে এমনই এক ঘটনার পুনরাবৃত্তি হয়েছিল। সেবার অস্ট্রেলিয়ার ব্যর্থতার জন্য দায়ী করা হয়েছিল ভারতের পিচকে। সেই ঘটনার কথা মনে করিয়ে দিয়ে গাভাস্কার বলেছেন, “আমাদের কিউরেটররা শুকনো পিচ তৈরি করলে তাই নিয়ে সমালোচনা হয়। এবং সেখানে বলা হয় যে এটা ইচ্ছাকৃত করা হয়েছে, অর্থাৎ আমাদের পিচের দায়িত্বে থাকা লোকজন ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেন অথচ তাদের ক্ষেত্রে একই ঘটনা ঘটলে সেটা হয়ে যায় একটা ত্রুটি মাত্র।”

কিছুদিন পরেই ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। তার আগেই ইংল্যান্ডের দিকে অভিযোগের আঙুল তুলে গাভাস্কার বলেন, “আর মাত্র তিন সপ্তাহের মধ্যে আরও একটা টেস্ট সিরিজ শুরু হচ্ছে এমন একটা দেশের সাথে যারা সব সময় সংবাদমাধ্যমে কান্নাকাটি করার জন্য শিরোনামে থাকে। তাদের দলের বিপক্ষে যা কিছু যায় তাই খারাপ এবং সাথে সাথেই অভিযোগ শুরু হয়ে যায়।” প্রসঙ্গত ২৫ জানুয়ারি থেকে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হতে চলেছে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version