ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের পরবর্তী সুপারস্টারকে বেছে নিলেন অজি ক্রিকেটাররা…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: ভারতের আগামী প্রজন্মের স্টার ক্রিকেটার কে হতে চলেছেন এই নিয়ে মতভেদ রয়েছে ক্রিকেটমহলে। আর এবার অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা বেছে নিলেন তাঁদের পছন্দ। তাও আবার একজন নয়, চার চার জন। স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, নাথান লিয়ন এবং যশ হ্যাজেলউড। আর চারজনেই যে ভারতীয় তরুণ ক্রিকেটারকে আগামীর ভবিষ্যৎ হিসেবে দেখছেন, তিনি যশস্বী জয়সওয়াল।

গত বছর জুলাই মাসে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে দুরন্ত অভিষেক ঘটিয়ে ছিলেন জয়সওয়াল। প্রথম টেস্ট ম্যাচেই তার ব্যাট থেকে এসেছিল ১৭১ রান। এই দুরন্ত ফর্ম ধরে রেখেছিলেন ২২ বছরের তরুণ এই ক্রিকেটারটি ইংল্যান্ডের বিরুদ্ধেও। এই বছরের শুরুতে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে মোট ৭১২ রান করে, একটি টেস্ট সিরিজে সাতশ’র অধিক রান করা দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েছিলেন তিনি। তবে শুধু টেস্ট ক্রিকেট নয়, টি-টোয়েন্টি ক্রিকেটেও তাঁর পারফরম্যান্স চমকপ্রদ। ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তাঁর সংগ্রহে রয়েছে ৭২৩ রান, যা নিঃসন্দেহে বুঝিয়ে দেয় ক্রিকেটের সমস্ত ফরম্যাটেই তিনি স্বচ্ছন্দ। আর ঠিক এই কথাই সম্প্রতি একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটাররা।

ভারতের পরবর্তী প্রজন্মের স্টার ক্রিকেটার বেছে নিতে বলা হলে, “জয়সওয়াল আগামী প্রজন্মের ভবিষ্যৎ হতে পারে” বলেন স্মিথ। তাঁর সুরে সুর মিলিয়ে স্টার্ক জানান, “পরবর্তী সুপারস্টার হিসেবে জয়সওয়ালকেই দেখছি।” অন্যদিকে হ্যাজেলউড বলেন, “ক্রিকেটের যে কোন ফরম্যাটে জয়সওয়াল বেশ স্বচ্ছন্দ তা দেখলে বোঝা যায়। তাই এই লড়াইয়ে তাঁকেই এগিয়ে রাখব।”

প্রসঙ্গত বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্ট সিরিজ খেলার পর সেপ্টেম্বর মাসেই নিউজিল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামবে ভারত। যদিও গোটা ক্রিকেট মহল এখন অপেক্ষা করে রয়েছে বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য, যা শুরু হতে চলেছে আগামী ২২ নভেম্বর পার্থে। ভারত বনাম অস্ট্রেলিয়া ৫ ম্যাচের এই টেস্ট সিরিজ ক্রিকেট দুনিয়ার অন্যতম চর্চিত টুর্নামেন্টের নাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version