আন্তর্জাতিক ক্রিকেট
নভেম্বরে আইসিসির নতুন চেয়ারম্যান পদে মনোনয়ন! বিসিসিআইয়ের তরফ থেকে দৌড়ে সৌরভ, জয় শাহ…
রে স্পোর্টজ নিউজ ডেস্ক: এই বছর অক্টোবর মাস পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির চেয়ারম্যান হিসেবে কাজ করবেন গ্রেগর বার্কলে। দুবাইয়ে আইসিসির যে বৈঠক হয় সেখানে তাঁকে এ ব্যাপারে রাজি করানো হয়েছে বলে জানা যাচ্ছে। যার অর্থ হলো আগামী নভেম্বর মাসের আগে নতুন চেয়ারম্যান হওয়ার জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে না। তবে আইসিসির ক্রিকেট কমিটির নতুন সদস্য হিসেবে মনোনীত হলেন বিসিসিআই সচিব জয় শাহ। এই কমিটির বর্তমান চেয়ারম্যান হলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে তাহলে কি আইসিসির পরবর্তী চেয়ারম্যান পদের জন্য আগ্রহ দেখাতে পারেন বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ অথবা সচিব জয় শাহ? এই নিয়ে ক্রিকেটমহলে জল্পনা তৈরি হয়েছে। তবে অক্টোবর পর্যন্ত অনেকটা সময় পাওয়ার ফলে বিসিসিআইয়ের তরফে নিজেদের এ ব্যাপারে তৈরি করা আরো অনেক বেশি সহজ হবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত ২০২০ সালে ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড বোর্ডের সদস্য গ্রেগরকে আইসিসির চেয়ারম্যান পদে আনতে বড় ভূমিকা পালন করেছিল বিসিসিআই। এ বছর যদি মে-জুন মাসে আইসিসির নতুন চেয়ারম্যান পদে নির্বাচন হত, তবে তারপরে জুলাই আইসিসির বার্ষিক সভায় নতুন কোন চেয়ারম্যান দায়িত্ব নিতেন। তবে এবারে পুরো প্রক্রিয়াটা বেশ খানিকটা সময়ের জন্য পিছিয়ে যাওয়ায় নিজেদের প্রস্তুত করার জন্য বেশ অনেকটা বেশি সময় পাচ্ছে বিসিসিআই। তবে সূত্র মারফত জানা যাচ্ছে আসন্ন অক্টোবর মাসের মধ্যে ভারতীয় বোর্ডের তরফ থেকে কে আইসিসির নির্বাচনে অংশ নেবে তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
এছাড়া ২০২৩ সালে ভারতের মাটিতে একদিনের বিশ্বকাপের আসর বসতে চলেছে, আর সেই সময়টায় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সর্বোচ্চ পদে একজন ভারতীয় কে চাইছে বিসিসিআই। এরমধ্যে আসন্ন সেপ্টেম্বর মাসে বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা রয়েছে। সেখানেই বোর্ডের তরফ থেকে কে আইসিসির নির্বাচনে যাচ্ছে তা অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। এর পাশাপাশি আরও একটি তথ্য হল লোধা কমিটির সুপারিশ অনুযায়ী সেপ্টেম্বরের শেষে কুলিং অফ পিরিয়ডে যাওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহর। তবে তারা সেটা করবেন কিনা সে ব্যাপারে নিশ্চয়তা নেই, কারণ এই কমিটির কিছু সুপারিশের পরিবর্তনের আবেদন অনেক আগেই করে রেখেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। যদিও সেই ব্যাপারে চূড়ান্ত কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বিসিসিআইয়ের অন্দরমহলের সূত্র অনুযায়ী, আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে জয় শাহর নাম পাঠাতে পারে বিসিসিআই। তবে সেই তালিকায় সৌরভের নামও রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও একটি নাম ঘোরাফেরা করছে, তিনি হলেন বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী তথা বিসিসিআই এর প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর। তবে শেষমেষ কার নাম যায় তার জন্য সেপ্টেম্বরের বিসিসিআইয়ের বার্ষিক সভার দিকে সকলের নজর রয়েছে।