আন্তর্জাতিক ক্রিকেট

মিতালিকে টপকে অনন্য নজির স্মৃতি মন্ধনার…

Published

on

রে স্পোর্টজ নিউজ ডেস্ক: মহিলাদের একদিনের ক্রিকেটে অনন্য নজির গড়লেন ভারতীয় দলের তারকা ওপেনার স্মৃতি মন্ধনা। চলতি মহিলা বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে শনিবার তিনি নিজের পঞ্চম আন্তর্জাতিক শতরান করেছেন। আর মজার বিষয় হল তার এই পাঁচটি শতরানের সবকটিই এসেছে বিদেশের মাটিতে। শনিবার শতরান পূর্ণ করার সঙ্গে সঙ্গেই বিদেশের মাটিতে সবথেকে বেশি শতরান করা ভারতীয় মহিলা ক্রিকেটার হয়ে গেলেন তিনি।

আর শনিবারের শতরানের পরে তিনি পেছনে ফেলে দিলেন তাঁর দলের অধিনায়ক মিতালি রাজকে। মিতালির এখনও পর্যন্ত দেশের বাইরে মোট চারটি শতরান রয়েছে। যদিও মহিলাদের একদিনের ক্রিকেটে ভারতীয় হিসেবে সবথেকে বেশি শতরান এখনও তারই রয়েছে। তিনি মোট সাতটি শতরান করেছেন, আর এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন স্মৃতি মন্ধনা।

মিতালি রাজের ঘরের মাঠে তিনটি শতরান রয়েছে। অন্যদিকে স্মৃতি মন্ধনা ঘরের মাঠে এখনও একটিও শতরান করতে পারেননি। তার টেস্ট ক্রিকেটে একটি মাত্র যে শতরান রয়েছে, সেটিও তিনি করেছিলেন অস্ট্রেলিয়ার মাটিতে। প্রসঙ্গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি মহিলা বিশ্বকাপের ম্যাচ ১১৯ বলে ১২৩ রানের চোখ-ধাঁধানো ইনিংস খেলেন স্মৃতি। তার এই ইনিংসে ছিল ১৩ রানের।

স্মৃতি মন্ধনার ওয়ান ডে শতরান:-
১৩৫ বনাম দক্ষিণ আফ্রিকা
১২৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
অপরাজিত ১০৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
১০৫ বনাম নিউজিল্যান্ড
১০২ বনাম অস্ট্রেলিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version