ক্রিকেট
সাত রানের গুরুত্ব বোঝালেন সিরাজ
রে স্পোর্টজ নিউজ ডেস্ক – গত রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে প্রথমে ব্যাট করার সময় চূড়ান্ত বিপাকে পড়ে গিয়েছিল ভারত। একটা সময় মনে হচ্ছিল রোহিত শর্মা ব্রিগেড ১১০ রানও টপকাতে পারবে না। তবে শেষ পর্যন্ত ১৯ ওভারে ১১৯ রানে শেষ হয় ভারতের ইনিংস। রানটা খুব কম হলেও ম্যাচের শেষে বোঝা যায় এই শেষ কয়েকটি রান কতটা মূল্যবান ছিল ভারতীয় দলের কাছে। আর এই রানের ক্ষেত্রে যার অনেকটা অবদান ছিল, তাঁর নাম মহম্মদ সিরাজ। একেবারে শেষে ব্যাট করতে নেমে সাত বলে ৭ রান করেন তিনি। আর শেষ পর্যন্ত ভারত ৬ রানে জয় লাভ করে। রবিবার ব্যাট করতে নেমে কী চলছিল সিরাজের মনে? সে কথাই অকপটে জানালেন ভারতীয় দলের এই জোরে বোলার।
নিজের ৭ বলের ইনিংসে, তিনটি বলে দু রান করে নেন তিনি এবং একটি বলে এক রান নেন। এই ব্যপারে কথা বলতে গিয়ে তিনি বলছেন,” আমি অনুশীলনে নেটে দীর্ঘক্ষন ব্যাট করে থাকি। আইপিএলের সময়ও এটা করতাম। কারন আমি জানি টি-টোয়েন্টি ম্যাচে সব সময় শেষ দিকের কয়েকটা রানই ম্যাচ জেতা বা হারার ক্ষেত্রে বড় ভূমিকা নেয়। দলের প্রয়োজনে যাতে আমি কিছু রান অন্তত যোগ করতে পারি, সেই জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখি। পাকিস্তানের বিরুদ্ধেও সেটাই করতে চেয়েছিলাম। আর ম্যাচের শেষে তাই বোঝা গেল, আমার ওই সাতটা রান কতটা গুরুত্বপূর্ণ ছিল।”