ক্রিকেট
কলকাতায় ক্রিকেট ইয়ার বুকের উদ্বোধনে স্যার ক্লাইভ লয়েড
নিজস্ব প্রতিনিধি: শনিবার বিকেলে শহর কলকাতার এক নামকরা পাঁচতারা হোটেলে দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হাত ধরে উন্মোচিত উন্মোচিত হল ২০২৪ ক্রিকেট ইয়ার বুক। ক্রিকেট ইয়ার বুকের ২৬তম সংস্করণের উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন তিনি। স্যার ক্লাইভ লয়েডের উপস্থিতিকে কেন্দ্র করে সেখানেও চাঁদের হাট। বাংলার ক্রীড়া জগতের নামীদামী ব্যক্তিত্বরা উপস্থিত থাকলেন এদিনের অনুষ্ঠানে।
স্যার ক্লাইভ লয়েডের সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন ক্রিকেট ইয়ার বুকের সম্পাদক শ্রী তন্ময় ব্যানার্জি এবং প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট ইয়ার বুকের প্রধান উপদেষ্টা শ্রী দেবাশীষ দত্ত। বই উদ্বোধনের এই মঞ্চে উঠে এল স্যার ক্লাইভ লয়েডের ক্রিকেট জীবনের বহু অজানা কথা। এমনকি ১৯৮৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের স্মৃতি বিজড়িত কাহিনী। এমন এক বিশেষ সন্ধায় সকলেই আবেগাপ্লুত হয়ে পড়লেন এক কিংবদন্তি ক্রিকেটেরের ছোঁয়ায়।