আইপিএল

IPL 2025: কেকেআর ছাড়বেন শ্রেয়স? রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে কেকেআর…

Published

on

রে স্পোর্টজ ওয়েব ডেস্ক: গত মরসুম শ্রেয়স আইয়ারের অধিনায়কত্বে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। প্রথম একাদশের সকল ক্রিকেটাররাই দুর্দান্ত প্রদর্শন করেছিলেন। কেকেআর ম্যানেজমেন্ট চায় সেই চ্যাম্পিয়ন দলকেই ধরে রাখতে। কিন্তু l সমস্যা রয়েছে এখানেই। আইপিএলের মেগা নিলামের আগে গতবারের থেকে মাত্র ৬ জন ক্রিকেটারকেই রিটেন করা যাবে। যার ফলে রিটেনশন তালিকা তৈরি করতে হিমসিম খাচ্ছে ম্যানেজমেন্ট। তবে আসল প্রশ্ন হল আদৌ কি অধিনায়ক শ্রেয়স খেলতে চাইছেন এই মরশুম কেকেআরে। একাধিক দলের তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছে, যার ফলে নিলামে যেতে চাইছেন তিনি।

তবে শ্রেয়সকে ছাড়তে নারাজ কেকেআর। শোনা যাচ্ছে তাঁর জন্য আরটিএমও ব্যবহার করতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। গত মরশুম অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও যথেষ্ট ভাল পারফর্ম করেছিলেন শ্রেয়স। অপরদিকে যে কোনও মূল্যে রিঙ্কু সিংকে রিটেন করবে কেকেআর। থেকে যাবেন আন্দ্রে রাসেল, সুনীল নারিনরাও। আনক্যাপড ক্রিকেটার হিসেবে রয়েছেন নীতিশ রানা এবং রমনদীপ সিংহ। এছাড়াও রিটেন করা হতে পারে বরুণ চক্রবর্তীকেও।

অপরদিকে যা খবর, তাতে রিটেন হচ্ছেন না আফগান উইকেটকিপার-ব্যাটসম্যান রহমানুল্লা গুরবাজ। এছাড়াও ফিল সল্ট, মিচেল স্টার্ক, ভেঙ্কটেশ আইয়াররাও ছিলেন গতবারের জয়ের অন্যতম কান্ডারী। ফলে তাদেরকেও ধরে রাখতে চায় ম্যানেজমেন্ট। তবে সেটা সম্ভব নয়। অনেক ক্রিকেটারকেই নিলাম থেকে কিনে দলে ফেরানোর চেষ্টা করতে হবে। যদি তাদেরকে দলে না পাওয়া যায় তাহলে অন্য বিকল্পের কথা ভাবতে হবে কেকেআর ম্যানেজমেন্টকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Trending

Exit mobile version